অষ্টমীর সকালে চাই সাবেকি সাজ আর নবমী রাতের জমকালো ওয়েস্টার্ন- কীভাবে সাজবেন আপনি? কোন ড্রেসের সঙ্গে কেমন মেকআপ হবে, টিপস দিলেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা (Sayantani Guhathakurta, Actress)
সায়ন্তনী আগে থেকে পুজোর প্ল্যান তেমন করেন না। এবার পুজো কাটানোর প্ল্যান ছিল মুম্বাইতে পুরনো বন্ধুদের সঙ্গে। কিন্তু পুজো কাটবে কলকাতায়। মায়ের সঙ্গে কাটবে পুজোর দিন। পুজোর রাতে মাকে নিয়ে একদিন হ্যাঙআউট মাস্ট। এছাড়া আছে কাজিন গ্ৰুপ। বেশিরভাগ বিদেশবাসী হলেও যারা এই শহরেই আছে তাদের সঙ্গে দেখা হবে। তাঁর মেকআপ আর্টিস্ট প্রীতমের বাড়ির পুজোতে যাবেন। নিজের বাড়ির পুজোও আছে। পুজোর পাঁচদিন কেমন সাজবেন, তাঁর কথায় সাজ পুরোপুরি নির্ভর করবে বৃষ্টি আর আকাশের ওপর। বৃষ্টি নাহলে শাড়ি। এথেনিকের ওপর হবে পুরো সাজ। সকাল বিকেলের সাজের মতোই মেকআপ লুকও হবে একেবারেই আলদা। সকালের সাজ হবে ছিমছাম স্নিগ্ধ, সন্ধ্যের সাজ হবে গর্জাস।
সকালে হাল্কা একটু বিবি ক্রিম, হালকা লিপস্টিক, একটু মাস্কারা আর অল্প কাজল আর একটা টিপ এটুকুই যথেষ্ট। রাতে উইংজ আইজ, নিউ ডাইজ থিক মাস্কারা, স্মোকি আইজ ট্রাই করা যেতে পারে। ত্বকের যত্ন নেওয়া উচিত সারা বছর শুধু পুজো আসছে বলে রাতারাতি কেয়ার নিয়ে কোনও বদল আনা যায় না। রোজ সানস্ক্রিন, টোনিং, ময়েশচারাইজার ব্যবহার করতে হবে। সায়ন্তনীর পছন্দ সিম্পল মেকআপ। ওয়েলি, গ্লোইঙ ফেস পছন্দ। পুজোর সময় এত গরম থাকে যে চুল নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্টের সুযোগ কম। স্ট্রেট হেয়ার করা যায়। এছাড়া খোঁপা আর চুলে ফুল দিয়েও পুজোয় নজর কাড়া যায় সহজে।
ধশমীতে সিঁদুর খেলা, বরণ, ভাসান থাকে। চিরন্তন বাঙালি সাজ সেরা। যতটা সিম্পল সাজা যায় ততটাই আরাম পাওয়া যায় ও স্বচ্ছন্দ থাকা যাবে।