আজ ভারতীয় নৌবাহিনী দিবস। ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে সোনার অক্ষরে লেখা একটি দিন।প্রতি বছর ভারতীয় নৌসেনা বাহিনী দিনটি উদযাপন করে।
কেন এই উদযাপন? জানতে হলে পিছিয়ে যেতে হবে ১৯৭১-এ।
ভারত পাকিস্তান যুদ্ধ চলছে। দুপক্ষেই উত্তেজনা বাড়ছে প্রতিদিন। এমন পরিস্থিতিতে ৩ ডিসেম্বর ভারতীয় বিমানঘাঁটি অন্যায়ভাবে আক্রমন করে পাকিস্তান। এই ঘটনার জবাব দিতে প্রথমবার ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের উপকূলে প্রবেশ করে। আক্রমণ করে সরাসরি করাচি বন্দরে হামলা চালায়। অপারেশনের নাম দেওয়া হয়েছিল, 'অপারেশন ট্রাইডেন্ট' । আর এই অভিযানে ভারতীয় নৌবাহিনী প্রথম অ্যান্টি-শিপ মিসাইল ব্যবহার করেছিল। রাতের অভিযান। ডিসেম্বরের ৪-৫ তারিখ জুড়ে।
হামলায় জোর ধাক্কা খেয়েছিল পাকিস্তান। তাদের রণতরীতে আঘাত হানে ভারত। চারটি যুদ্ধজাহাজ ধ্বংস হয়। গুজরাতের ওখা বন্দর থেকে পাকিস্তানের করাচি বন্দরে যাওয়ার জন্য রওনা হয় ভারতীয় নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ, আইএনএস নিপাত, আইএনএস নির্ঘাত এবং আইএনএস বীর।
রাত্রিবেলা করাচি উপকূল থেকে ৭০ মাইল দক্ষিণে পৌঁছায় এই তিন যুদ্ধজাহাজ।
২৫তম ক্ষেপণাস্ত্র রণতরীর কমান্ডিং অফিসার, কমান্ডার বব্রু বন যাদব এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। এই অভিযানেই দক্ষিণ এশিয় অঞ্চলে প্রথমবার ভারতীয় নৌসেনা অ্যান্টি শিপ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল।
এই অভিযানকেই এখনও পর্যন্ত ভারতীয় নৌসেনার সব থেকে সফল অভিযান। এই সাফল্যের সম্মানে আজকের দিনটি প্রতি বছর, নৌসেনা দিবস হিসেবে পালিত হয়। উপলক্ষে মুম্বইয়ের 'গেটওয়ে অব ইন্ডিয়া'য় নৌসেনার পক্ষ থেকে একটি বিটিং রিট্রিট অনুষ্ঠানের আয়োজন করা হয়।