নামি দামি ব্র্যান্ডের বাইকের তীব্র শব্দ আর পরিবেশ দূষণে যখন ভরে উঠছে চারপাশ তখন ভারতের রাস্তায় নামতে চলেছে পরিবেশ বান্ধব বাইক। বুকিং শুরু হয়েছিল ২০১৮-র ডিসেম্বর মাস থেকেই। পরিবেশ বান্ধব বলার একমাত্র কারণ হল এই বাইক চালাতে প্রয়োজন নেই ডিজেল বা পেট্রলের। বরং ব্যাটারি চার্জ করলেই দিব্যি চলবে পরিবেশ বান্ধব এই বাইক।
ইকো-ফ্রেন্ডলি বাইকের দাম বেশি হলেও বুকিং করতে লাগে মাত্র ৫হাজার টাকা। মেন্টেনেন্স কস্ট খুবই কম। জ্বালানিতেও বাড়বে সাশ্রয়। দিনে মাত্র দু থেকে তিন ঘন্টা চার্জ দিলেই ১৬০ থেকে ১৮০ কিলোমিটার অব্দি চলবে এই বাইক। নিজের বাড়িতেই সুবিধা মত বাইক চার্জিং করার সুযোগ থাকবে। ২০১৮ র ডিসেম্বরে এই বাইকের বুকিং শুরু করার পর মেলে আশাতীত সাড়া।
একটি আন্তর্জাতিক বাইক প্রস্তুতকারী সংস্থা বাইক ভারতের বাজারে নিয়ে আসছে এই পরিবেশ বান্ধব বাইক। থাকছে লিথিয়াম-আয়ন ব্যাটারি। ফলে অন্যান্য গাড়ির তুলনায় ইকো ফ্রেন্ডলি বাইকের ওজন হবে প্রায় ৪০ শতাংশ কম। অত্যাধুনিক সুবিধার সাথে সাথে পাবেন মোবাইল চার্জার, ইউ এস বি পোর্ট থেকে থেফট এলার্ম এর সুবিধা। ভারতীয় মুদ্রায় এই বাইকটির দাম ধার্য করা হয়েছে ৭০ হাজার টাকা।