সময়ের সাথে সাথে তৈরী হয় বিভিন্ন সিনেমা আবার হারিয়েও যায় কালের স্রোতে। কিন্তু কিছু সিনেমা থেকে যায় মনের মনিকোঠায়। ১৯৯৮ সালে মুক্তি পায় করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’। কলেজ পড়ুয়াদের প্রেম ও রোম্যান্স এইসবই মূলত গল্পের বিষয়বস্তু। রাহুলের ভূমিকায় শাহরুখ খান, টিনার ভূমিকায় রানী মুখার্জি এবং অঞ্জলীর ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে কাজলকে। সিনেমার বিশেষ একটি ভূমিকায় অভিনয় করেছিলেন সলমন খান।সেই সাধারণ প্রেমের গল্পই অসাধারণ হয়ে উঠেছিল দর্শকদের উন্মাদনায়। ২০ বছর পরেও সেই উন্মাদনায় বিন্দুমাত্র টান পড়েনি। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলন করে পালিত হলো এই সিনেমার ২০তম জন্মদিন। ৮ থেকে ৮০ সবার মনের মনিকোঠায় স্মরণীয় হয়ে রয়ে গেছে এই সিনেমা। কেউ সিনেমার সাথে মিল খুঁজে পেয়েছে তার নিজের প্রেমজীবনের কেউ বা শাহরুখের প্রেমে পাগল হয়েছেন এই সিনেমা দেখে। ছিলেন ফরিদা বেগম, অনুপম খের এর মতন বিখ্যাত তারকারা। শিশু শিল্পী পারজান এবং ছোটো অঞ্জলির ভূমিকায় সানার অভিনয় যথেষ্ট জনপ্রিয় হয়েছিলেন এই সিনেমার সুবাদে। স্টেজ ক্র্যাফটিং থেকে কোরিওগ্রাফি, কস্টিউম থেকে মেকআপ করণ জোহরের প্রথম এই সিনেমাটির প্রতি পড়তেই ছিল বিশেষ চমক। মুক্তি পাওয়ার ২০ বছর পর এখনো টিভির কোনো চ্যানেলে এই সিনেমাটির সম্প্রচার হতে দেখলে অনেকেই আছেন যাদের চ্যানেলটি ঘোরাতে ইচ্ছে করেনা।