ব্লুমিং চেরির মিনি বিশ্বকাপ

একদিকে যখন কলকাতা মত্ত ফুটবল বিশ্বকাপ নিয়ে তখন নিউটাউন স্কুল গ্রাউন্ডে শুরু হয়ে গেল মিনি বিশ্বকাপ। ৩২টি দল নিয়ে শুরু হল ব্লুমিং চেরি ফুটবল টুর্নামেন্ট। নিয়ম কানোন সব সাধারণ ফুটবল ম্যচের মতোই তবে প্রতিটি দলে থাকবে ৫ জন করে খেলোয়াড়। খেলা চলবে ২০ মিনিট ধরে অর্থাৎ ১০ মিনিটে হাফটাইম। প্রতি ম্যাচের শেষে থাকবে একটি করে ম্যান অফ দা ম্যাচ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এটিকে তথা ভারতের ডিফেন্ডার নালাপ্পান মোহনরাজ।  তিনি জানান যে এই ধরণের টুর্নামেন্ট  আগামি প্রজন্মকে ফুটবল খেলার প্রতি আরো আকৃষ্ট করবে। তার মতে শহরের সব স্কুল কলেজগুলি যদি এই ধরণের টুর্নামেন্টের  আয়োজন করে তাহলে ভারতীয় ফুটবলের আগামি প্রজন্মের জন্য অনেকটাই ফলপ্রসূ  হবে। তবে তার জন্য যেটা দরকার তা হল একজন ভালো কোচের অধিনে প্র্যাকটিস আর তার সাথে কঠোর পরিশ্রম। এই দুটি থাকলেই ভারতের ফুটবল ভবিষ্যাৎ আরো উজ্বল হবে বলে জানান তিনি।

asol

এটা শেয়ার করতে পারো

...

Loading...