করোনা আতঙ্কের মধ্যেও চলছে জো রুটের প্র্যাক্টিস

করোনা ভাইরাস আতঙ্কের জেরে কার্যত বলা যায় থমকে গেছে গোটা বিশ্ব। ঠিক তেমনই থমকে গেছে বিশ্বের ক্রীড়া ক্ষেত্র। একে একে বাতিলের পথে টোকিও অলিম্পিক, আইপিএলের মত বহু ঐতিহ্যশালী খেলা। কিন্তু তাতে কি, এই মহামারির মধ্যেও প্র্যাক্টিসে ব্যস্ত ইংল্যান্ডে টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক জো রুট ও তার সতীর্থ খেলোয়াড় হিদার নাইটস।

তাদের মতে এইটাই সঠিক সময় নিজেকে জোরদার অনুশীলনের মধ্যে রাখার। যাতে করোনা আতঙ্ক কাটিয়ে যখন আবার ২২গজের যুদ্ধ শুরু হবে তখন যাতে নিজের ফিটনেস লেভেলের শীর্ষে থাকা যায় তাই জন্য তাদের এই প্রাকটিস করা বলে জানান তারা।

করোনার জেরে আবার কবে আন্তর্জাতিক ক্রিকেট তার স্বমহিমায় ফিরবে তা সঠিক ভাবে বলা না গেলেও, সম্প্রতি ইংল্যান্ড ও ওয়েল্স ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে কাউন্টি চ্যাম্পিয়নশিপের সূচী। কিন্তু পরবর্তীকালে কোভড-১৯ যা মহামারি রূপ ধারণ করেছে তাতে তাদের তরফ থেকে জানানো হয়েছে যে এখনই বার্ষিক আন্তর্জাতিক ও ডমেস্টিক ক্রীড়াসূচী শুরু করা সম্ভব নয়। তবে তাদের তরফ থেকে জাতীয় মহিলা ও পুরুষ দলকে নিজেদের মত করে অনুশীলনের অনুমোদন দেওয়া হয়েছে আর সেটাই মেনে চলছেন জো রুট ও হিদার নাইটস-রা। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...