গ্ৰীষ্ম প্রধান দেশ ভারত। তাই বছরে মাত্র তিন থেকে চার মাস স্থায়ী হয় শীতের মরসুম। শীতকালে শুধু মাত্র তাপমাত্রা নিম্নমুখী হয় না, বরং অনেক সমস্যাও ডেকে আনে শীত। এই সময় আদ্রর্তা কমে যাওয়ার জন্য ত্বকের সমস্যা দেখা দেয় ঠিক তেমনি নানা ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাসের জন্য বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। যার মধ্যে অন্যতম হল জুতো, মোজায় দুর্গন্ধ হওয়ার সমস্যা। মানুষের পায়ের ঘাম গ্ৰন্থি বেশি থাকে। তাই সারাদিন পায়ে জুতো, মোজা পরে থাকলে পায়ে এই ঘাম পায়ে জমে থাকে যার ফলেই দুর্গন্ধ হয়। তবে অনেক ক্ষেত্রে এই দুর্গন্ধের জন্য জীবাণুরাও দায়ী। যেমন- কিটোকক্কাস সেডেনটেরিয়াস নামের একটি ব্যাকটেরিয়া ঘামের সঙ্গে মিশে সালফিউরিক যৌগ তৈরি করে। যার ফলে এই দুর্গন্ধ তৈরি হয়। এছাড়াও সুতির বদলে যদি সিন্থেটিক কাপড়ের মোজা ব্যবহার করলে বা কৃত্রিম চামড়ার জুতো ব্যবহার করলেও পায়ে এই দুর্গন্ধ দেখা দিতে পারে।
তবে সমস্যা যেমন রয়েছে তেমনি তার সমাধানও রয়েছে। শীতকালে পায়ে এই দুর্গন্ধ যাতে না হয় তার জন্য জুতো ও মোজা শুকনো রাখতে হবে। তাহলে ব্যাকটেরিয়ার সংক্রমণের সম্ভাবনাও কমবে। প্রতিদিন জুতো, মোজা খোলার পর পা অ্যালকোহল ওয়াইপস দিয়ে পরিষ্কার করা উচিত, রাতে ঘুমনোর আগে মধু ও গোলাপজল মেশানো গরম জলে পা কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে। এতে পায়ের রক্তসঞ্চালণ ঠিক থাকে ও পায়ে ব্যাকটেরিয়াও থাকে না। সিন্থেটিক কাপড়ের মোজা ও প্লাস্টিকের জুতো পরা বন্ধ করতে হবে।