রাজ্যে হরিত ক্রান্তি বাড়াতে নতুন পদক্ষেপ নিল হরিয়ানা সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের তত্ত্বধানে এই পরিকল্পনা কার্যকর হবে বলে জানানো হয়েছে হরিয়ানা সরকারের তরফ থেকে। রাজ্যে সবুজ গাছের আবরণ বাড়াতে স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের ছাত্র ছাত্রীদের মলসারি গাছের চারা প্রদান করবে যেটা তারা তাঁদের স্কুল সংলগ্ন যেকোনো উদ্যান বা বাড়ির বাগানে লাগাতে পারবে। চারা লাগানোর সাথে সাথে টানা তিন বছর তাঁদের সেই গাছের যত্নও করতে হবে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে প্রতি ৬মাস অন্তর অন্তর ছাত্রছাত্রীদের তাঁদের চারার সাথে সেলফি তুলে পাঠাতে হবে| পুরস্কার হিসাবে সরকারের তরফ থেকে ইনসেনটিভ হিসাবে ৫০ টাকা করে দেওয়া হবে। পরিবেশের সাথে সাথে সামগ্রীক জলবায়ুগত অবস্থার উন্নতির স্বার্থেই এই অভিযান বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে।