হলুদ কমলার লড়াই

ইতিমধ্যে দ্বিতীয় অধ্যায়ে পা রেখেছে ২০১৯-র আইপিএল। বদলেছে অনেক হিসেব, ভেঙেছে অনেক রেকর্ড। এক সময় যারা প্রথম স্থানে ছিল তারা আজ পঞ্চম স্থানে। তবে এত কিছুর মধ্যেই বদলায় নি দুটি দলের স্থান, এক চেন্নাই সুপার কিংস ও দুই, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম দিকের কয়েকটি ম্যাচে পর চেন্নাই সেই যে প্রথম স্থানের অধিকারী হয়, তার জায়গা আজও অটল। আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে ধোনি ব্রিগেড। আইপিএলে যাত্রাটা শুরু থেকেই খারাপ যাচ্ছিল ভুবিদের তবে দ্বিতীয় অধ্যায়ে এসে আরও অবনতি হয়েছে তাদের খেলার। তাই আজকের ম্যাচে যেকোনও উপায় ফিরে আসতে চাইবে তারা। আর দলে যখন বেয়ারস্ট ও ওয়ার্নারের মত বিধ্বংসী ব্যাটসম্যান আছে ততক্ষন কাজটা খুব একটা কঠিন হবে না হায়দ্রাবাদের। তবে উল্টো যখন শেন ওয়াটসন-র মত অলরাউন্ডার আর ইমরান তাহিরের মত বোলার রয়েছে ততক্ষন নিশ্চিন্তে থাকবে না হায়দ্রাবাদ শিবির। তাছাডা়ও ছন্দে নেই কমলা বাহিনীর মিডল অর্ডার, তাই সেই দিকটাও খেয়াল রাখতে হবে ভুবনেশেবর কুমারকে। তবে খাতায় কলমে চেন্নাই এগিয়ে থাকলেও আজকের চমক দেখাতেই পারে সানরাইজার্স হায়দ্রাবাদ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...