রাজ্যের চাষি এবং তাঁতিদের জন্য জনমুখী প্রকল্প

রাজ্যের চাষি এবং তাঁতিদের জন্য জনমুখী প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। উদ্বাস্তুদের অধিকার প্রদানের কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গে সমাজের সব স্তরের মানুষদের জন্যও দরাজহাত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের শস্যবিমা দেবে রাজ্য সরকার জানালেন মুখ্যমন্ত্রী।

                  উল্লেখ্য, 'কৃষকবন্ধু' প্ৰকল্পে বর্তমানে রাজ্যের কৃষকদের এককালীন ৫০০০ টাকা করে দেয়  রাজ্য সরকার। এবারে সকলকেই আনা হচ্ছে শস্যবিমার আওতায়। রাজ্যের তাঁত শিল্পের উন্নতিতে তাঁতিদের জন্যও উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত তাঁতিদের কাছ থেকে আগামী ৩ বছর জামাকাপড় এবং বিছানার চাদর কিনবে রাজ্য সরকার, এমনটাই জানালেন তিনি। সেই সব সামগ্রী প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় মানুষদের মধ্যে বন্টন করা হবে। এভাবে দুর্গত মানুষ এবং রাজ্যের তাঁতি উভয়ের পাশেই দাঁড়াতে পারবে সরকার বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

                  বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেভাবে রাজ্য সরকার সাধারণ মানুষের সঙ্গে থাকছে, তেমনই এক্ষেত্রেও চাষি এবং তাঁতিদের পাশে থেকে তাদের মনোবল বাড়ানোর কাজে মুখ্যমন্ত্রী সহায়ক হচ্ছেন তা বলাই বাহুল্য।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...