অনেকদিন ধরেই টেলি পাড়ায় শোনা যাচ্ছে নতুন ধারাবাহিকে কিছু গুঞ্জন। এক নতুন জুটি বাঁধতে চলেছে এই ধারাবাহিক। কিন্তু কারা?
জানা গিয়েছে যে টেলিভিশন দুনিয়ায় দুজনেই বেশ পরিচিত মুখ। দুজনেই বড়পর্দায় ও ছোটপর্দায় অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু এখন দুজনেই টেলি পর্দা থেকে অনেক দূরে রয়েছেন।কিন্তু এই গুঞ্জনটা সত্যি। এবার টেলিভিশনের পর্দায় তাঁদের একসাথে জুটি বাঁধতে দেখা যাবে। শ্বেতা ভট্টাচার্য ও রণজয় বিষ্ণু। সবকিছু ঠিকঠাক থাকলে জি টিভির নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁদের।
জানা গিয়েছে যে কিছুদিন আগেই রণজয়ের ‘গুড্ডি’ সিরিয়ালটি শেষ হয়েছে। অন্যদিকে, শ্বেতার শেষ ধারাবাহিকটি ছিল ‘সোহাগ জল’। এর আগে যমুনা ঢাকিতে দেখা গিয়েছিল তাঁকে।
শোনা যাচ্ছে এই নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণজয়কে এবং তাঁর বিপরীতে থাকছেন শ্বেতা।
এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন এক সংবাদমাধ্যমকে যে তিনি ধারাবাহিকে ফিরতে চান এবং তাঁর লুক টেস্টও হয়ে গিয়েছে কিন্তু শেষ পর্যন্ত তাঁকে এখনও কিছু জানানো হয়েনি। অন্যদিকে, গুড্ডির পর ছোটপর্দায় রণজয় ফিরলেও এখনও এই সিরিয়াল নিয়ে সেভাবে কিছু বলতে নারাজ অভিনেতা।
জানা গিয়েছে যে এই সিরিয়ালের প্রোমো শ্যুট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সেখান থেকে দেখা গিয়েছে যে এই ধারাবাহিকে মধ্যবিত্ত পরিবারের মেয়ের সমস্যা দেখানো হবে এবং বিপরীতে রণজয়কে দেখা যাবেযে এক ধনী পরিবারের ছেলের চরিত্রে।
ডিসেম্বর থেকে এই ধারাবাহিকের শ্য়ুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
অভিনেত্রী শ্বেতাকে ছোটপর্দায় পাশাপাশি প্রজাপতি সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল। কিছুদিন আগে এক ওয়েব ডেবিউও সেরে ফেলেছেন তিনি। তবে, মাঝে মায়ের অসুস্থতা এবং প্রেমিক রুবেলের শারীরিক অবস্থাও নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন তিনি। সবকিছু নিয়ে খুবই ব্যাস্ত ছিলেন তিনি।
অপরদিকে, প্রথমবার নিজের একক নাটক করছেন অভিনেতা রণজয়। সেটা নিয়েই বেশ ব্যস্ত রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তারই প্রচার চলছে এখন। এছাড়াও রণজয় এক হিন্দি সিরিয়ালও করছেন। তার জন্য কিছুদিন আগেই কাশ্মীর থেকেই শ্যুট ছেড়ে ফিরেছেন তিনি।