জেলার নাম নদিয়া - পর্ব ১

জেলার কথার ভূমিকায় লিখেছিলাম যে আমাদের এই সুজলা সুফলা বাংলাকে তার বৈশিষ্ট্যের কারণে এবং শাসনকার্যের সুবিধার জন্য ২৩টি জেলায় ভাগ করে নেওয়া হয়েছে। আর সেই জেলাগুলির কাহিনী নিয়েই এই জেলাপার্বণ। আজ লিখছি তার প্রথম ভাগ - নদীয়া জেলার কথা। এই শুরুর পর্বে নদীয়া জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস জানানোর চেষ্টা করি।

পশ্চিমবঙ্গের অন্যতম সমৃদ্ধ, প্রাচীন এবং ঐতিহাসিক জেলা নদীয়া। নদীয়ার উত্তরে বাংলাদেশের রাজশাহী, পূর্বে বাংলাদেশের পাবনা ও যশোহর, দক্ষিণে উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিমে মুর্শিদাবাদ। পুণ্যতোয়া গঙ্গা বা ভাগীরথী যেমন এই জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে তেমনি "অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে" উল্লিখিত জলঙ্গী নদীও নদীয়া জেলার মধ্য দিয়েই বয়ে গেছে।

প্রাচীন বাংলায় নদীয়া গৌড়ের অধীনস্থ একটি জনপদ ছিল যে গৌড় খ্রীষ্ট জন্মের সাতশো তিরিশ বছর পূর্বেও অত্যন্ত বর্ধিষ্ণু একটি রাজ্য ছিল। প্রাচীনকালের বিভিন্ন বিদেশী পর্যটকদের লেখায় নদীয়ার উল্লেখ আছে। স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব নদিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু এই বর্ধিষ্ণু জনপদের নাম নদীয়া কীভাবে হল সেই বিষয়ে মতান্তর রয়েছে। একটি মত অনুযায়ী নবদ্বীপ থেকেই নদীয়া নামটির উৎপত্তি হয়েছে। এই প্রসঙ্গে কবি নরহরি চক্রবর্তী তাই ভক্তিরত্নাকর গ্রন্থে বলেছেন -
"নদীয়া পৃথক গ্ৰাম নয়
নবদ্বীপে নবদ্বীপ বেষ্টিত যে হয়
নয় দ্বীপে নবদ্বীপ নাম
পৃথক পৃথক কিন্তু হয় এক গ্রাম"।
বহু ইতিহাসবিদদের ধারণা যে নয় দ্বীপ বা নবদ্বীপ থেকেই নদীয়া নামটির উৎপত্তি হয়েছে। এই নয় দ্বীপ হলো অন্তর্দীপ, সীমন্ত দ্বীপ, গোদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জম্বুদ্বীপ, মোদদ্রুম দ্বীপ ও রুদ্রদ্বীপ..

আরেকটি মত হল, এক তান্ত্রিক নয়টি প্রদীপ জ্বালিয়ে এক দ্বীপে সাধনা করতেন। সেই নয় দীপ বা নয় দিয়া থেকেই সেই স্থানের নাম হয় নদীয়া।
দেওয়ান কার্তিকেয় চন্দ্র রচিত "ক্ষিতিশ বংশাবলী চরিত" গ্ৰন্থ থেকে জানা যায় তিনিও নবদ্বীপ থেকেই নদীয়া নামের উৎপত্তি, এই মতকেই সমর্থন জানিয়েছিলেন।

আবার ঐতিহাসিক মিনহাজউদ্দিন সিরাজের মতে নব বা নও অর্থ নতুন। এবং ফার্সিতে জলবেষ্টিত স্থানকে বলা হয় 'দিয়াহ্' - এই দুই মিলে হয়েছে 'নও দিয়াহ্' বা নতুন দ্বীপ - বাঙালিরা শব্দের শেষে 'হ' উচ্চারণ করে না। তাই নও দিয়াহ্ বা নতুন দ্বীপ বাঙালির মুখে মুখে হয়ে দাঁড়ায় নদীয়া। যে স্থানের নাম নবদ্বীপ ছিল বাংলাদেশে তুর্কি আক্রমণের পর তার নাম হয়ে গেল নদীয়া। মতভেদ থাকলেও এই বিষয়ে মোটামুটিভাবে সকল ইতিহাসবিদই সহমত যে নবদ্বীপ থেকেই নদীয়া নামটি এসেছে। বর্তমানে নবদ্বীপ নদীয়া জেলার একটি ব্যস্ত জনপদ বা শহর। কিন্তু একসময়ে এই নবদ্বীপকে "বাংলার অক্সফোর্ড" বলা হতো।

এর পরের পর্বে আলোচনা করব নদীয়া জেলার ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলি নিয়ে।

(চলবে)

এটা শেয়ার করতে পারো

...

Loading...