আঠারো শতকের শেষ দিকে মহঃ আসামূল ও তার কিছু বন্ধুরা মিলে অধুনা প্রায় বিলুপ্ত এই ব্যবসাটি শুরু করেন৷ ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা CMC র নির্দিষ্ট সময়ে আসা জলকে মাসাস্কস নামক থলিতে ভরে ব্যবসায়িক প্রতিষ্ঠানে এবং গৃহস্থের বাড়িতে পৌঁছে দিত৷ কিন্তু এখন গৃহস্থের বাড়িতে এদের জায়গা নিয়েছে টুল্লু পাম্প৷ যা বাংলা কবিতাতেও উল্লেখ আছে, "মেশিনেতে দিলে দম, করে ঝম ঝম, তেজে বেরোয় ওয়াটার৷" সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত কাজ করে কিছুক্ষন বিশ্রাম নিয়ে আবার ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ৷ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাতেও এদের উল্লেখ আছে৷ "ধূলার মাঝে নগর হলো উহ্য৷ কহিল রাজা," করিতে ধূলা দূর জগৎ হলো ধূলায় ভরপুর৷" তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁকে মশক কাঁখে একুশ লাখ ভিস্তি..."রবীন্দ্রনাথ ঠাকুরের 'জুতা আবিষ্কার' কবিতায় এদের কথা পাওয়া যায়৷ এরা "ভিস্তিওয়ালা" নামে পরিচিত৷