মাইল ফলকের বিভিন্ন রং এর তাৎপর্য

রাস্তায় চলার সময় আমরা বিভিন্ন রং-এর মাইল ফলক দেখে থাকি! কখনও ভেবে দেখেছেন শুধু দুরত্ব ছাড়াও এরা আরো বিশেষ তথ্য বহন করে? জেনে নেওয়া যাক কোন রং-এর কি তাৎপর্য:-

হলুদ:- যে রাস্তার ওপর এই রং-এর ফলক দেখবেন ঐ বুঝবেন ঐ রাস্তা জাতীয় সড়ক ( ন্যাশানাল হাইওয়ে)!

সবুজ:- যে রাস্তার ওপর এই রং-এর ফলক দেখবেন ঐ বুঝবেন ঐ রাস্তা রাজ্য সড়ক ( স্টেট হাইওয়ে)!

নীল বা কালো:- যখন কোনো রাস্তার ওপর এই রং-এর ফলক দেখবেন বুঝবেন আপনি কোনো শহর বা জেলায় ঢুকে পড়েছেন!

ঐ রাস্তার যাবতীয় রক্ষনাবেক্ষণ এর দায়িত্ব জেলা প্রশাসনের।

গেরুয়া বা কমলা:- এই ফলক দেখলেই বুঝবেন আপনি কোনো গ্রামে এসে গেছেন।

এই রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তর্গত!

You can share this post!

...

Loading...