Sweta-Rubel Wedding: প্রীতিভোজের সাজে অপূর্ব শ্বেতা-রুবেল, কেমন হল অনুষ্ঠান?

শ্বেতা-রুবেলের বিয়ে নিয়ে মাতোয়ারা টলিপাড়া। গত মঙ্গলবার ছিল তাদের রিসেপশন পার্টি। টলিপাড়ার নানা পরিচিত মুখকে দেখা গেছে সেই অনুষ্ঠানে। ভাইরাল অনুষ্ঠানের নানা ছবি ও ভিডিও।

বিয়ের দিন শ্বেতাকে দেখা গিয়েছিল লাল বেনারসিতে। সঙ্গে সোনার গয়না পড়েছিলেন তিনি। অন্যদিকে রুবেল পড়েছিলেন ঘিয়ে রঙের ধুতি ও পাঞ্জাবি। প্রীতিভোজের দিন কিন্তু ছবিটা ছিল একদম আলাদা। সেদিন শ্বেতার পরনে ছিল ধবধবে সাদা লেহেঙ্গা। সঙ্গে মানানসই সাদা পাথরের গয়না। অন্যদিকে রুবেলের পরনে ছিল সাদা শেরওয়ানি আর ধোতি প্যান্ট।

ওইদিন হাতে হাত রেখে প্রীতিভোজের আসরে প্রবেশ করেছেন নবদম্পতি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজও দিয়েছেন দুজনে। ছবি ছড়াতেই অনুরাগীদের মুখে আনন্দে ঝকঝকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নিমফুলের মধু’ ধারাবাহিকের গোটা টিমও।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’র সেট থেকেই প্রেম শুরু তাদের। প্রথম দিকে আড়ালেই রেখেছিলেন সম্পর্কের কথা। কিন্তু তারপর নিজেদের সম্পর্কের কথা জোর গলায় স্বীকার নিয়েছেন তাঁরা। এবার নতুন ভাবে এগিয়ে চলার পালা।

You can share this post!

...

Loading...