“দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান”- সত্যজিৎ রায় পরিচালিত ‘হীরক রাজার দেশে’ -ছবির এই সংলাপ, সাধারণ মানুষের খুবই পরিচিত। আর ‘গুপি গাইন বাঘা বাইন’ ছবির ৫০ বছর পূর্তিতে, সত্যজিৎ রায় কে সম্মান জানিয়ে সেজে উঠছে নবপল্লী অধিবাসী বৃন্দ-র পূজা মন্ডপ। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনু্ষ্ঠান উপলক্ষে জিয়ো বাংলা-র স্টুডিওতে উপস্থিত ছিলেন পূজা কমিটির সম্পাদক নয়নাশিস দাস, থিম শিল্পী সুরজিৎ বিশ্বাস ও কোষাধ্যক্ষ তারক নাথ সাহা।
সঞ্চালক রীয়ার সাথে জেনে নিলাম তাদের এইবছর শারদোৎসবের পরিকল্পনার বিষয়। এবছর ২৫তম বর্ষে পদার্পন করল তাদের পুজো আর তাই দর্শনার্থীদের চমক দিতে কিংবদন্তি স্যত্যজিৎ রায়ের সৃষ্টিকেই তারা থিম হিসাবে বেছে নিয়েছেন। প্রতিমা রূপায়নে আছেন দ্বিপ্তরেখা ভর। প্যান্ডেলের উচ্চতা প্রায় ৩০ ফুট আর চালচিত্র নিয়ে মায়ের উচ্চতা প্রায় ১৫ফুট। চতূর্থীর দিন উদ্বোধনের মধ্যে শুরু হবে তাদের দুর্গা পুজোর পথচলা। সপ্তমি, অষ্টমী, নবমী ও দশমী, চারদিনই পূজা কমিটির তরফ থেকে পল্লীবাসীদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। দশমীর দিন পল্লীবাসীরা একত্রত হয়ে বনাঢ্য শোভাযাত্রার আয়োজন করে, যেখানে মায়ের বিদায় বেলায় আতোস বাজির রোশনায় ভরে যায় আকাশ,বলে এমনটাই জানান । পরের দিন অর্থাৎ একাদশীর দিন সিঁদুর খেলা ও বরণের মাধ্যমে বিদায় জানানো হয় উমাকে। নোয়াপাড়া ও কবি সুভাষগামী যে কোনও মেট্রোয় উঠে নামতা হবে দমদম মেট্রো, সেখান থেকে দমদম বিমানবন্দর ১ নম্বর গেটের নিকট এই পূজা মন্ডপ।