অধিনায়ক পরিবর্তন ফলপ্রশু হল দিল্লির ডেয়ারডেভিল্সের। শুক্রবারের ম্যাচে শোচনীয় ভাবে কলকাতা কে হারিয়ে প্লেঅফসয়ের দৌড়ে টিকে রইল দিল্লি। তারা নাইট রাইডারকে হারাল ৫৫ রানে। অন্যদিকে ওই ম্যাচ হেরে কোয়ালিফায়ারের রেস-এ অনেকটাই পিছিয়ে পড়ল কার্তিক বাহিনী। ২১৯ রানের বড়সড় লক্ষ তাড়া করতে গিয়ে ১৬৪ রানেই শেষ হয়ে যায় কলকাতার ইনিংস। সম্প্রতি গৌতম গম্ঙীরের কাছ থেকে অধিনায়কত্ব হস্তান্তর হয় শ্রিয়াস আইয়ারে কাছে। যথেষ্ঠ চিন্তায় ছিল টিম ম্যানেজমেন্ট এই নতুন অধিনায়ক কে নিয়ে। কিন্তু সব চিন্তার অবসান ঘটিয়ে শ্রিয়াস আইয়ারের ৪০ বলের ৯৩ রান যেন বুঝিয়ে দিল এই সুযোগটার-ই অপেক্ষায় ছিলেন তিনি। অধিনায়ক হিসাবে আইয়ারের যাত্রার শুরুটা ভাল হলেও এখন এটাই দেখার যে বাকি ম্যাচে তিনি কি করেণ। অন্যদিকে ৭টি ম্যাচ খেলে ৪টি হেরে ৩টি জিতে আইপিএলয়ের বাকি যাত্রা আরো কঠিন হয়ে গেল কেকেআর-এর। হাতে আছে ৭টি ম্যাচ প্লেঅফস-এ ওঠার জন্য কলকাতা কে জয় পেতে হবে ৫টি ম্যাচে যার মধ্যে চেন্নাই ও হায়দ্রাবাদের মত “অল-স্টার” টিমের সাথে এখনও ১টি করে ম্যাচ বাকি। তাই কার্যত বাকি আইপিএল যাত্রা একটু কঠিন হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের।