প্রাইড ২০২৩-এর স্পেশ্যাল ফ্যাশন টিপস

আসছে প্রাইড মাস(Pride month )। মাস জুড়ে চলবে রঙিন সেলিব্রেশন। প্রাইড ২০২৩-এ (Pride 2023) কেমন হবে এবারের সাজ? কী বলছে ফ্যাশন ট্রেন্ড? টিপস দিলেন ফ্যাশন ডিজাইনার ও গ্রুমিং কোচ ইন্দ্রনীল মুখোপাধ্যায় ( Indroneel Mukherjee, Fashion Designer , Pageant Grooming Coach)

জুন মাসটিকে আসলে গর্বের মাস (Global Pride Month ) বলা হয়ে থাকে। বিশ্বজুড়ে প্রতি বছর জুন মাস LGBTQ সম্প্রদায় তাঁদের জীবনযাপনের অধিকারকে সম্মান দিতেই প্রতি বছর এই মাসটা গর্বের মাস হিসেবেই পালন করা হয়।

জুন উদযাপন করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়। কলকাতাসহ বিভিন্ন শহরে চলে প্রাইড মার্চ। রঙিন সাজে সেজে পা মেলান মানুষ।

কেমন হবে প্রাইড প্রোগ্রামের সাজ? সে প্রসঙ্গে ইন্দ্রনীল মুখোপাধ্যায় জানিয়েছেন, যে কোনও সাজ ফ্যাশনেরই মূল কথা হল আত্মবিশ্বাস। যা পরে আরাম পাওয়া যাবে, নিজের ভাল লাগবে ঠিক সেভাবেই সেজে ওঠা উচিত। এক্ষেত্রে তাঁর মূল মন্ত্র ‘বি ইয়োর সেলফ’। নিজের ব্যক্তিত্ব যেন ফুটে ওঠে সব কিছুতে।

এক রকম টপ আর এক রকম বটম এখন ফ্যাশনে ইন। ওভার সাইজড টি শার্ট চলছে ট্রেন্ডে। গরমের মধ্যে ফ্লোয়িং কুর্তা পরলে যেম ঝরঝরে থাকা যায় তেমন চলাফেরাতেও সুবিধা হয়।

গ্ল্যামার জগতে পা রাখার শিক্ষক ইন্দ্রনীল। এই দুনিয়ায় পা রাখতে গেলে কীভাবে প্রস্তুত হওয়া উচিত? তিনি জানিয়েছেন, শুধু গ্ল্যামার ওয়ার্ল্ড , ফ্যাশন দুনিয়া নয় যে কোনও ক্ষেত্রেও কেরিয়ার গড়তে চাইলে আত্মবিশ্বাস মূল চাবিকাঠি। আত্মবিশ্বাস নিজের ভিতরের গুণকে যথাযথভাবে উপস্থাপন করতে সাহায্য করে।

প্রতিদিনের জীবনে চরম ব্যস্ততাতেও কীভাবে বদলে ফেলা যায় নিজের স্টাইল?

ইন্দ্রনীলের মতে মন বুঝে সাজ। যে দিন যেমন মুড তেমন সাজা উচিত। সাধারণ সাজের মধ্যেও ঘড়ি, বেল্ট বা অ্যাকসেসারিজে বদল এনে আমূল বদলে ফেলা যায় স্টাইল। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...