Workplace Culture: কর্মক্ষেত্রে আত্মমর্যাদা ও সম্মান সুরক্ষিত রাখতে কী করা উচিত?

কর্মক্ষেত্রে আত্মমর্যাদা ও সম্মান সুরক্ষিত রাখতে কী করা উচিত? কর্মক্ষেত্রে কোন কোন নিয়ম অবশ্যই মেনে চলা উচিত? কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখবেন কী ভাবে? টিপস দিলেন অন্ত্রেপ্রেনিওর সোনিকা দে (Sonika Dey, Entrepreneur)

 

হাইলাইটসঃ
১। জীবনে সাফল্যের জন্য আত্মবিশ্বাস কতটা জরুরী?
২। নিজের লক্ষ্যে অটল থাকবেন কীভাবে?
৩। ইন্টারভিউতে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন কীভাবে?

 

জীবনে সাফল্যের জন্য আত্মবিশ্বাস কতটা জরুরী?

সাফল্যের জন্য আত্মবিশ্বাস একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু যেকোনো কাজের ক্ষেত্রেই প্রাথমিকভাবে ভয় কাজ করে। অনেক মানুষকে প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়। সেই ভয়কেই আত্মবিশ্বাসে পরিণত করতে হবে। নতুন কাজের ক্ষেত্রে যত বেশী প্রত্যাখ্যানের সম্মুখীন হবে, তত নিজেকে গড়ে তুলতে হবে। সেটিই সাফল্যের মূল চাবিকাঠি।

নিজের লক্ষ্যে অটল থাকবেন কীভাবে?

যেকোনো ব্যবসা বা চাকরিতে সাফল্য পাওয়ার জন্য নিজের লক্ষ্যে স্থির থাকা খুব জরুরী। এর জন্য প্রথমেই বুঝতে হবে নিজের পছন্দ ও গুণ। একটা মানুষ নিজের জীবনে তখনই সাফল্যের মুখোমুখি হবে, যখন সে বুঝতে পারবে, কোন কাজটা সে সবচেয়ে ভালো পারে। এরপর সেই অনুযায়ী কেরিয়ারে এগিয়ে যেতে হবে।

একথা সবসময় খেয়াল রাখতে হবে যে, নির্দিষ্ট সেই কাজের পথে যতই বাধা আসুক, এগিয়ে যেতে হবে। লক্ষ্যে স্থির রেখে নিজের কাজে এগিয়ে চললে জীবনে সাফল্যে আসবেই।

ইন্টারভিউতে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন কীভাবে?

চাকরির ইন্টারভিউতে সবার থেকে আলাদা হয়ে ওঠার জন্য প্রথমেই প্রয়োজন নিজেকে ইন্টারভিউয়ের জন্য তৈরি করা। এক্ষেত্রে নিজের জানার পরিধি বাড়িয়ে তোলাটা খুব গুরুত্বপূর্ণ। এ ছাড়াও দুটি প্রয়োজনীয় বিষয় হল সেই কাজের ক্ষেত্রে নিজের পোশাক সঠিক হওয়া এবং নিজের কথার মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা।

কিন্তু সতর্ক থাকতে হবে, যে অত্যাধিক আত্মবিশ্বাস যেন কাজের ক্ষতি ডেকে না আনে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...