Female Reproductive Disorder- এর নেপথ্য কারণগুলি কী কী? এই সমস্যা কীভাবে মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে? PCOD, PCOS কতটা দায়ী? পরামর্শ দিলেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ অরুণিমা হালদার।
হাইলাইটসঃ
১। Female Reproductive Disorder- এর নেপথ্য কারণগুলি কী কী?
২। ‘বয়স’ মহিলাদের Conceive করার পথে কী সমস্যা সৃষ্টি করে?
৩। মহিলাদের মধ্যে PCOD, PCOS –এর হার বেড়ে যাচ্ছে কেন?
Female Reproductive Disorder- এর নেপথ্য কারণগুলি কী কী?
১। মাসিক নির্দিষ্ট বয়সের অনেক আগে বা অনেক পরে শুরু হওয়া।
২। Lifestyle Disorder
৩। Pregnancy Issues
৪। Hormonal Imbalance
বর্তমান সময়ে মহিলাদের মধ্যে PCOD, PCOS –এর হার বেড়ে যাচ্ছে কেন?
PCOD হল Polycystic Ovarian Disease। বর্তমান সময়ে মহিলাদের মধ্যে এই রোগের হার অনেক বেড়ে গেছে। এটি মূলত ওভারিতে সিস্ট। এর কারণ,
১। unhealthy Lifestyle
২। Hormonal Imbalance
‘বয়স’ মহিলাদের Conceive করার পথে কী সমস্যা সৃষ্টি করে?
৩৫ বছর বয়সের পর থেকে মহিলাদের conceive করার ক্ষমতা কমতে থাকে। সেকারণে নানারকম Pregnancy Issue দেখা দিতে পারে।
এই সমস্যার সমাধান করবেন কীভাবে?
১। ছোটবেলা থেকে খেলাধুলোর সঙ্গে যুক্ত হতে হবে
২। প্রতিদিন এক্সারসাইজ করতে হবে
৩। হেলদি লাইফস্টাইল
৪। সঠিক খাদ্যাভ্যাস