Winter Skincare: শীতে ঘরোয়া উপায়ে রুক্ষ ত্বকের সমস্যা দূর করবেন কী ভাবে?

শীতে ঘরোয়া উপায়ে রুক্ষ ত্বকের সমস্যা দূর করবেন কী ভাবে? ত্বকের আর্দ্রতা ধরে রাখার সহজ উপায় কী? এই সময় হাত-পায়ের যত্ন কী ভাবে করা উচিত? স্কিনকেয়ার সাজেশন দিলেন বিউটিশায়ান পৃণা জয়সওয়াল (Preena Jaiswal, Beautician)

 

হাইলাইটসঃ
১। রুক্ষ ত্বকের সমস্যা দূর করবেন কী ভাবে?
২। ত্বকের আর্দ্রতা ধরে রাখার সহজ উপায় কী?
৩। শীতকালে ঘোরোয়া টোটকা টিপস

 

শীতে ঘরোয়া উপায়ে রুক্ষ ত্বকের সমস্যা দূর করবেন কী ভাবে?

শীতের শুরু থেকেই ত্বকের যত্ন নিলে আপনাকে রুক্ষ ত্বকের সমস্যায় ভুগতে হবেনা। এর জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান গ্লিসারিন। এটি ত্বক উজ্জ্বল করতেও সাহায্য করে। এর পাশাপাশি রুক্ষ ত্বকের সমস্যা কাটাতে পেট্রোলিয়াম জেল ব্যবহার করা যেতে পারে।

ঘরোয়া টোটাকাঃ
১। ২ চামচ গ্লিসারিন, ২ চামচ অ্যালোভেরা জেল ও ১ চামচ গোলাপ জল নিয়ে নিতে হবে। এরপর সেটি ভালো করে মিক্স করে মুখে লাগিয়ে নিতে হবে। ১০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এর ফলে মুখ অনেক নরম ও উজ্জ্বল হবে।

২। কমলালেবুর খোসা রোদে শুকিয়ে পেস্ট করে নিতে হবে। এরপর ১ চামট কমলালেবুর খোসা ও পরিমাণমত মধু একসাথে মিশিয়ে মুখে লাগিয়ে নিতে পারেন। এই ফেসপ্যাক মুখে ট্যান রিমুভ ও ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

৩। শীতের শুরুর দিকে মরশুমের ফল ফেসপ্যাক হিসেবে মুখে ব্যবহার করা যেতে পারে। যেমন কলা পেস্ট করে ত্বকে ব্যবহার করা যেতে পারে। এর ফলে ত্বকের রুক্ষভাব অনেকটা কমে আসে। এছাড়াও, শীতের সময়ে দই ও টম্যাটো খুব উপকারী ত্বক ভালো রাখার জন্য।

ত্বকের যত্নে কোন ভুলগুলি এড়িয়ে চলা উচিত?

শীতের সময় প্রতিদিন ফেসওয়াশ ব্যবহার করা উচিত নয়। এটি ত্বককে অনেক বেশী রুক্ষ করে দেয়। তাই এই সময়ে একদিন অন্তর ফেসওয়াশ ব্যবহার করতে হবে। এর ফলে ত্বক অনেক বেশী মশ্চারাইজড থাকে।

দর্শকদের প্রশ্নঃ

শীতকালে কী পাউডার ব্যবহার করা উচিত?

শীতকালে পাউডার বেসড মেকআপ ব্যবহার করা যেতে পারে। কিন্তু তার আগে ত্বকে পর্যাপ্ত পরিমাণে মশ্চারাইজার ব্যবহার করতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...