বর্ষশেষের পার্টি, পিকনিকে কী ভাবে মেকআপ করবেন? লেটেস্ট ফ্যাশন ট্রেন্ড কী? শীতকালে স্পর্শকাতর, অতি শুষ্ক ত্বকের মেকআপে কোন কোন দিকে খেয়াল রাখা উচিত? উইন্টার ফেস্টিভ্যালে কী কী স্পেশ্যাল লুক ক্রিয়েট করা যেতে পারে? টিপস দিলেন অভিনেত্রী রেশমী ভট্টাচার্য ( Reshmi Bhattacharya, Actress)
হাইলাইটসঃ
১। বর্ষশেষের পার্টি, পিকনিকে কী ভাবে মেকআপ করবেন?
২। লেটেস্ট ফ্যাশন ট্রেন্ড কী?
৩। শীতকালে কোন কোন রঙের পোশাকে সেজে উঠতে পারবেন?
শীতকালে অনেকেই বাইরে থাকতে খুব পছন্দ করেন। সেক্ষেত্রে সকালের দিকে বাইরে বের হলে হালকা মেকআপ করা উচিত। কিন্তু রাতের পার্টির জন্য একটু ভারী মেকআপ করা যেতে পারে। ডার্ক রঙের ড্রেসের সঙ্গে মানানসই লিপস্টিক ও সাজ এক্ষেত্রে খুব ভালো লাগবে।
শীতকালে স্পর্শকাতর, অতি শুষ্ক ত্বকের মেকআপে কোন কোন দিকে খেয়াল রাখা উচিত?
শীতকালে ত্বকে টান ধরে। এই কারণে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই ত্বক মশ্চারাইজড রাখা প্রয়োজন। ত্বক ভালো রাখার জন্য অয়েল ম্যাসাজ করতে পারেন। কিন্তু এই ম্যাসাজ শুধুমাত্র শীতকাল নয়, সারাবছরই করতে পারেন। এর ফলে ত্বক সহজে শুষ্ক হবে না বা ফাটবে না। ভালো মেকাপের জন্য ত্বক খুব ভালো থাকা প্রয়োজন। দামী মেকআপ ব্যবহারের আগে ত্বকের যত্ন নেওয়া খুব জরুরী।
টিপস:
১। অয়েল ম্যাসাজ করেন
২। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
৩। ফল খান
৪। পর্যাপ্ত পরিমাণে জল খান
৫। ব্যাসন ও দুধ দিয়ে একটি মিশ্রন বানিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন।
শীতকালে কোন কোন রঙের পোশাকে সেজে উঠতে পারবেন?
১। লাল-কালো
২। সোনালী-সবুজ
৩। ময়ূরকণ্ঠী রঙ