শীতকালে স্মাজ-প্রুফ এবং লং-লাস্টিং মেকআপ-এর জন্য কী ধরনের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করা উচিত? শুষ্ক মরসুমে ত্বকে মেকআপ দীর্ঘস্থায়ী করতে কী করবেন? চোখের মেকআপে কোন টেকনিক ব্যবহার করলে স্মাজ হওয়ার সম্ভাবনা কমে? মেকআপ টিপস দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট মালবিকা চক্রবর্তী (Malobika Chakraborty, Professional Makeup Artist)
হাইলাইটসঃ
১। সঠিক পদ্ধতিতে মেকআপ করবেন কীভাবে?
২। শুষ্ক মরসুমে ত্বকে মেকআপ দীর্ঘস্থায়ী করতে কী করবেন?
৩। কাজল স্মাজ হলে ঠিক করবেন কীভাবে?
শীতকালে সঠিক পদ্ধতিতে মেকআপ করবেন কীভাবে?
ভালো মেকআপের আগে প্রয়োজন মেকআপের জন্য মুখ ভালোভাবে তৈরি করা -
১। ক্লিনজিং ভালোভাবে করতে হবে
২। ত্বক অনুযায়ী ভালো টোনার ব্যবহার করতে হবে
৩। এরপর মশ্চারাইজার ব্যবহার করতে হবে
৪। কন্সিলার দিয়ে মুখে দাগ ও ডার্ক সার্কেল কভার করতে হবে
৫। এরপর স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করতে হবে
৬। ফাউন্ডেশনের পর লুস পাউডার দিয়ে মেকআপ সেট করতে হবে
এই পদ্ধতিতে মেকআপ ব্যবহার করলে, এটি সহজে কেকি হয়ে যাবে না।
শুষ্ক মরসুমে ত্বকে মেকআপ দীর্ঘস্থায়ী করতে কী করবেন?
মেকআপ করার পর সেটি সঠিকভাবে টিকিয়ে রাখা খুব জরুরী। বিশেষ করে যাদের তৈলাক্ত ত্বক, তাদের মেকআপ খুব সহজে কেকি হয়ে যায়। সে কারণে মেকআপের পর ঘাম হলে টিস্যু দিয়ে সেই ঘাম মোছা যাবেনা। এরফলে ত্বক থেকে মেকআপ উঠে আসতে পারে। এই সমস্যার সমাধানে বাজারে ছোট ছোট হ্যান্ড ফ্যান পাওয়া যায় সেগুলো কাছে রাখতে হবে। ঘাম হলে, সেই ফ্যান চালিয়ে সহজেই সেই ঘাম শুকিয়ে নিলে মেকআপ অনেক সময় অবধি দীর্ঘস্থায়ী হবে।
কাজল স্মাজ হলে ঠিক করবেন কীভাবে?
এই বিষয়ে দুটি পদ্ধতিতে কাজল ঠিক করা যায়-
১। কাজল নষ্ট হয়ে গেলে প্রথমে কন্সিলার দিয়ে সেই জায়গাটি কভার করতে হবে। এরপর কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিলেই সেটি ঠিক হয়ে যাবে।
২। ক্রিম কাজল ব্যবহার করার পর সেই রঙের আইশ্যাডো ইউজ করতে হবে। এরফলে কাজলটি লক হয়ে যাবে।
শীতকালে ম্যাট লিপস্টিক ব্যবহার করবেন কীভাবে?
অনেকেই রয়েছেন যারা ম্যাট লিপস্টিক খুব পছন্দ করেন, কিন্তু শীতকালে রুক্ষ ঠোঁটে এই লিপস্টিক দেখতে খুব খারাপ লাগে। সেক্ষেত্রে লিপস্টিক পড়ার আগে ভালোভাবে প্রাইমার বা জেল ব্যবহার করতে হবে। তবে ম্যাট লিপস্টিক পড়তে আর কোনো সমস্যা থাকবেনা।