উইন্টার পার্টি আর ক্রিসমাসের ফ্যাশনের জন্য কোন কোন আউটফিট থাকতেই হবে ওয়ারড্রবে? কেমন হবে পুরুষ এবং শিশুদের সাজ? কী ধরনের অ্যাকসেসরিজ ট্রেন্ডে ইন? ক্রিসমাস স্পেশাল আউটফিট আইডিয়া শেয়ার করলেন অন্ত্রেপ্রেনিওর এবং এঞ্জিনিয়র অনুপূর্বা বসু (Anupurba Bose, Entrepreneur, Software Engineer)
হাইলাইটসঃ
১। শীতকালে আরামদায়ক পোশাকে সেজে উঠবেন কীভাবে?
২। ক্রিসমাস পার্টিতে সাজবেন কীভাবে?
৩। কম বাজেটে স্টাইলিং করবেন কীভাবে?
শীতকালে আরামদায়ক পোশাকে সেজে উঠবেন কীভাবে?
শীতকালে স্টাইলিং -এর কথা মাথায় রেখেও নিজের শরীরের উপর নজর রাখতে হবে। এই কারণে উলের পোশাক, জ্যাকেট, ব্লেজার ড্রেস পছন্দের পোশাক হয়ে উঠতে পারে।
ব্লেজার পোশাকে কীভাবে স্টাইলিং করবেন?
ব্লেজার দুই ধরনের হয়। একটি স্মল ব্লেজার ও অন্যটি কোট স্টাইলের ব্লেজার।
কোট স্টাইলের ব্লেজারের ক্ষেত্রে, প্রথমে শার্ট পরে নিয়ে তার উপর থেকে ব্লেজার পরতে হবে। এর সাথে সরু স্টাইলের বেল্ট ও হান্টার বুট পরে নিলেই স্টাইলিং সম্পূর্ণ। এছাড়াও এই সাজের সাথে ছোট কানের দুল ও হাতে সুন্দর হালকা কোনো ব্রেসলেট পরা যেতে পারে।
পুরুষরা নিজেদের স্টাইলিং -এ নতুনত্ব আনবেন কীভাবে?
ছেলেদের শীতকালীন পোশাকের মধ্যে লং কোর্ট খুব ভালো অপশন। এর সঙ্গে শার্ট ও ঢিলে জুতো খুব ভালো লাগবে।
কম বাজেটে স্টাইলিং করবেন কীভাবে?
পোশাকে স্টাইলিং সবসময় বাজেটের উপর নির্ভর করেনা। স্টাইলিং একটা আর্ট। একটি পোশাককে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ভাবে স্টাইলিং করা সম্ভব।
ক্রিসমাস পার্টিতে সাজবেন কীভাবে?
ক্রিস্টমাস পার্টি মূলত রাতে হয়। তাই সেই অনুষ্ঠানে পছন্দের সাজে সেজে ওঠেন অনেকেই। মহিলাদের ক্ষেত্রে লং ড্রেস বা স্লিভলেস ড্রেসের সাথে কোট পরতে পারেন। পুরুষদের ক্ষেত্রে সার্টিন শার্টের সঙ্গে প্যান্ট ও কোর্ট পরলে খুব ভালো লাগবে।