মহিলারা সবচেয়ে বেশি অ্যানিমিয়া আক্রান্ত হন কেন?

রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা দেখা দেয়। হিমোগ্লোবিনের মাত্রা যখন দশের নীচে নেমে আসে তখন সমস্যা তৈরি হয়। পুরুষদের থেকে মহিলাদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। এই সমস্যা দেখা দিলে মানুষের রক্তের রেড ব্লাড সেল-এর  পরিমাণ কমে যায়। তাহলে অ্যানিমিয়ার উপসর্গগুলি কী কী? অ্যানিমিয়া সমস্যা এড়িয়ে চলার উপায় কী?

এই বিষয়ে বিশদে জানিয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রসেনজিৎ সরকার

স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রসেনজিৎ সরকার বলেছেন, অ্যানিমিয়া মানে হল রক্তাল্পতা। শরীরে রক্তে বিভিন্ন কণিকা থাকে। এর মধ্যে একটি হল রেড ব্লাড সেল। যখনই রক্তে রেড ব্লাড সেল কমে যায় তখন তাকে অ্যানিমিয়া বলে। এই রক্ত কণিকার কাজ শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেন পৌঁছে দেওয়া। শরীরে হিমোগ্লোবিনের মাত্রা যখন দশের নীচে নেমে আসে তখনই অ্যানিমিয়া দেখা দেয়। হিমোগ্লোবিন মাত্রা অনুযায়ী অ্যানিমিয়াকে তিন ভাগে ভাগ করা হয়েছে।

 

PRASENJIT

 

পুরুষদের চেয়ে নারীরাই সবচেয়ে বেশি অ্যানিমিয়ায় আক্রান্ত হন। নারীদের অ্যানিমিয়া আক্রান্ত হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। যেমন- মাসিকের সময় রক্তক্ষরণ, শরীরে আয়রনের অভাব- এই সব একাধিক কারণে নারীদের মধ্যে রক্তাল্পতার সমস্যা দেখা দেয়। দেহে এই রোগ দেখা দিলে শরীর দূর্বল হয় পড়ে। বুক ধড়পড় করে, খাবার খাওয়ার ইচ্ছে কমে যায়, নখ খুব কম বয়স থেকে ক্ষয়ে যায়, এছাড়াও ফ্যাকাশে হয়ে যায় শরীর।

রক্তে অ্যানিমিয়া দেখা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে যে রোগে খুব তাড়াতাড়ি আক্রান্ত হন ব্যক্তি। অ্যানিমিয়ার সমস্যা আছে কিনা তা জানতে অবশ্যই একটা রক্ত পরীক্ষা করে নিতে হবে। থ্যালাসেমিয়ার সমস্যা থাকলেও অ্যানিমিয়ার দেখা দিতে পারে। তাই মা অথবা বাবার থ্যালাসেমিয়ার সমস্যা থাকলে সন্তানের জন্মের পর তাঁকেও একবার পরীক্ষা করিয়ে নিতে হবে। অনেক সময় কৃমি থেকেও থ্যালাসেমিয়ার সমস্যা তৈরি হয়। তাই থ্যালাসেমিয়া হলে চিকিৎসকরা অনেক সময় কৃমির ওষুধ খেতে বলেন। যেহেতু অ্যানিমিয়ার সমস্যা অনেক কারণে দেখা দিতে পারে। তাই সঠিক কারণ জানার পরেই রোগের চিকিৎসা শুরু করা উচিত। 

অ্যানিমিয়ার সমস্যা এড়িয়ে চলতে গেলে আয়রন জাতীয় খাবার খেতে হবে। ভিটামিন বি জাতীয় খাবার খাওয়া উচিত। সঙ্গে চাই প্রত্যেক দিন শরীরচর্চা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...