‘শিশুশ্রম’ এক জ্বলন্ত সমস্যা আমাদের সমাজে। আইনত অপরাধ হিসেবে গণ্য হওয়ার পরেও বন্ধ হয়নি ‘শিশুশ্রম’। কলকারখানা থেকে শুরু করে, হোটেল, দিনমজুর এমনকী বাড়ির পরিচারক হিসেবে আজও নজরে পড়ে শিশুরা। তাদের কাজে কম বেশি ভুলচুক হলেও আমরা ছেড়ে কথা বলি না কখনও। প্রয়োজনে মাইনেও কেটে নিই। এবার এই শিশু শ্রমের মতো এক করুণ ব্যাধিকে ছোটপর্দায় আনতে চলেছে এক বেসরকারি বিনোদন চ্যানেল। শিশু শ্রম কেন্দ্রিক ছয় মাসের মেগা সিরিজটির নাম ‘এক যে ছিল খোকা’। কেমন সেই সিরিজের রকমসকম? জানুন ‘ছোটপর্দার সাতকাহন’-এর আজকের পর্বে। সঙ্গী নবনীতা।