কমবয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে কেন?

কমবয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে কেন? হার্টের সমস্যার লক্ষণগুলি কীভাবে চিনবেন? মানসিক চাপে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে? এই বিপদ থেকে বাঁচতে আমাদের কী কী করণীয়? হার্ট অ্যাটাকের সঙ্কট ও সাবধনতা নিয়ে জরুরি পরামর্শ দিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ বিনোদ কুমার বিনাকিয়া (Prof Binod Kumar Binaykia, Cardiologist)

ডাঃ বিনোদ কুমার বিনাকিয়া জানিয়েছেন, আগে চল্লিশোর্ধ বা তার পরেই হার্টের সমস্যা দেখা যেত কিন্তু এখন এখন দেখা যাচ্ছে চল্লিশের কমবয়সীদের মধ্যেও ব্যাপকভাবে হার্টের সমস্যা দেখা যাচ্ছে। গড় হিসেবে বলা যায় অন্তত পাঁচজনের মধ্যে একজন হৃদরোগীর বয়স চল্লিশের কম।

সমীক্ষা বলছে ২০০৬ সাল থেকে প্রায় দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে হার্ট অ্যাটাক বেশি মাত্রায় দেখা দিচ্ছে। প্রতিবছর প্রায় ২ শতাংশ করে বাড়ছে। যা চিকিৎসক মহলেই দুশ্চিন্তার ছাপ ফেলেছে। একাধিক কারণে বাড়ছে এই সমস্যা। ওজন বৃদ্ধি, ফাস্ট ফুড, অনিয়ন্ত্রিত জীবনযাত্রা একাধিক কারণে এই স্বাস্থ্য সংকট হতে পারে। অবিসিটি, ডায়াবেটিস হার্ট অ্যাটাকের বড় কারণ। একাধিক কারণে বাড়ছে এই সমস্যা। ওজন বৃদ্ধি, ফাস্ট ফুড, অনিয়ন্ত্রিত জীবনযাত্রা একাধিক কারণে এই স্বাস্থ্য সংকট হতে পারে। অবিসিটি, ডায়াবেটিস হার্ট অ্যাটাকের বড় কারণ। দেশে এখন প্রায় ১১ কোটি মানুষ ডায়াবেটিস আক্রান্ত। ১৪ কোটি মানুষ প্রি-ডায়াবেটিক। এঁদেরও হার্ট এটাকের সম্ভাবনা আছে। অতিরিক্ত ওজন, মধুমেহ ছাড়াও অত্যাধিক ধূমপান, হাইপার টেনশনও সমান দায়ী। ২০-৩০ বা ২৫ বছরের ছেলেমেয়েরাও মধ্যে উচ্চ রক্তচাপে ভুগছে। যা হৃদযন্ত্রে প্রভাব ফেলে।

হার্ট অ্যাটাক কী?

হৃদযন্ত্রের পেশীতে রক্ত সংবহনের রক্তনালী আছে। যা অতি সরু। এগুলি যখন ব্লক হয়ে যায় তখন সংবহন অঞ্চল ক্ষতিগ্রস্থ হয়। যাদের কোলেস্টেরল বেশি, ধূমপায়ী, মদ্যপান করে নিয়মিত তাদের বিপদ বেশি। তবে কোভিদের পর কোভিদ থেকে সেরে ওঠা রোগীদের মধ্যে হার্ট এট্যাক ও ব্রেইন স্ট্রোক দেখা যাচ্ছে। তবে হার্ট এট্যাকের মূল তিন কারণ ওবিসিটি, হাইপার টেনশন এবং ডায়াবেটিস। এছাড়া টেনশন আর ডিপ্রেশনও আছে। এখন মহিলাদের মধ্যেও হৃদরোগে আক্রান্ত হওয়ার আশংকা বেড়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...