রিসেপশনে অন্য ‘লুক’

মেয়েদের বিয়ের রিসেপশন মানেই সম্পূর্ণ অন্য 'লুক'। বিয়ের মরসুমে রিসেপশনে বিশেষ লুক ঠিক কেমন হবে সে নিয়ে চিন্তায় থাকে বহু মেয়ে। সব মেয়েরাই চান রিসেপশনের  দিন নতুন লুক দিয়ে সবার মন জয় করতে।‌ তবে রিসেপশনের দিনের সাজগোজ আর বিয়ের দিনের সাজগোজের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। তাহলে রিসেপশনের দিনে কী মেকআপ করবেন? 

রিসেপশনের অনুষ্ঠানের কী মেকআপ করবেন সে বিষয়ে জানিয়েছেন বিশিষ্ট মেকআপ আর্টিস্ট সানা সারওয়ার।

মেকআপ আর্টিস্ট সানা সারওয়ার বলেছেন, এখন মানুষ তারকাদের লুক ফলো করতে চায়। কিন্তু তারকারা খুব কম মেকআপ করেই নিজের লুক ধরে রাখে। বিয়ের রিসেপশনের মেকআপ গুলির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে স্মোকি আই। 

রিসেপশনের মেকআপ করতে গেলে প্রথমে স্কিনে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং লাগানোর পর প্রাইমার লাগাতে হবে। তারপর ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। এই ফাউন্ডেশন সব সময় একটু লাইট কালার ব্যবহার করতে হবে। তারপর ডার্ক সার্কেল ঢাকার কনসিলার লাগাতে হবে। এবার স্মোকি আই মেকআপ করার জন্য প্রথমে অনেকগুলি রঙ এক সঙ্গে মিশিয়ে চোখের পাতায় তুলির মাধ্যমে লাগাতে হবে। তারপর কার্ট ক্রিজ আই মেকআপ করতে হলে একটি মোটা তুলির মাধ্যমে চোখ ও ভুরুর মাঝে কার্ট ক্রিজ আঁকতে হবে। 

তারপর মেকআপ উজ্জ্বল করার জন্য পিচ কিংবা সিলভার রঙের প্রলেপ দিতে হবে হবে চোখের পাতার উপর। এরপর চোখের পাতায় লেস লাগাতে পারেন। এবার এর সঙ্গে ম্যাচিং লিপস্টিক লাগালেই লুক রেডি হয়ে যাবে। অন্যদিকে চুলের লুক হিসেবে ক্রিম্পিং করা যেতে পারে। এছাড়াও কার্লি লুক খুব জনপ্রিয় হয়ে উঠেছে রিসেপশনে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...