চতুর্থ ঢেউ এড়াতে কোন কোন বিষয়ে সাবধানতা জরুরি?

দেশে কোভিডের প্রকোপ কমছে। যার ফল স্বরূপ লকডাউন উঠে গিয়েছে। খুলেছে স্কুল, কলেজ ও অফিস। কিন্তু কোভিড নির্মূল হয়নি এখনও। মানুষের মনে চতুর্থ ঢেউ নিয়ে এসেছে নতুন চিন্তা। তৃতীয় ঢেউ চলাকালীন দেশের বহু মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন। যদিও মৃত্যুর হার অনেক কম ছিল সেই সময়। তাও চতুর্থ ঢেউ নিয়ে সচেতন থাকা জরুরি। কী কী বিষয়ে সচেতন থাকতে হবে? কোন কোন বিষয়ে সাবধানতা জরুরি?

এই সকল প্রশ্নের উত্তর দেবেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রণিতা তরফদার

চিকিৎসক ডাঃ প্রণিতা তরফদার জানিয়েছেন, কোভিড পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কিন্তু তাও চতুর্থ ঢেউ নিয়ে ভয় জাগছে। এশিয়ার বহু দেশে এখনও কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। তাই আবার চতুর্থ ঢেউ আসার আশঙ্কা রয়েছে। সেই কারণেই কোভিড বিধি মেনে চলা দরকার।

তবে কোনও দেশে চতুর্থ ঢেউ আসা নির্ভর করছে দুটি গুরুত্বপূর্ণ পরিস্থিতির উপর। এক- দেশে কম বয়সীদের জনসংখ্যা বেশি না কম, দ্বিতীয়- দেশের সকলের হার্টের ইমিউনিটি কতটা তার উপর। এছাড়াও কত জন ভ্যাকসিন নিয়েছেন? সেটাও নির্ভর করছে। তাপমাত্রার বাড়লে সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম। তবে যাদের বয়স ষাটের উর্দ্ধে তাদের এখনো আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তাদের জন্য ভ্যাকসিনের সবকটা ডোজ নেওয়া জরুরি।

 

PRANITATARAFDAR1

 

কোভিডে প্রথম ঢেউ ও দ্বিতীয় ঢেউ-এর সময় বহু মানুষ করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। মানুষ আগের পরিস্থিতি দেখে অনেকটাই নিজেকে প্রস্তুত করেছে। তাছাড়াও তৃতীয় ঢেউ চলাকালীন অনেকের ভ্যাকসিনের একটি ডোজ নিয়েছিলেন। যে কারণে সংক্রমণের ফলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি। চতুর্থ ঢেউ চলাকালীন যদি আবার সংক্রমণ হার বৃদ্ধি পায়। তাহলে আবার আগের মতো বিধিনিষেধ আরোপ করা হতে পারে। কিন্তু লকডাউন হওয়ার সম্ভাবনা খুব কম। তবে এই ঢেউ কবে আসবে সেটা এখনই বলা যাবে না। 

করোনা ভাইরাস হল একটি আর.এন.এ ভাইরাস। তাই এই ভাইরাস নিজের রূপ বদলায়। সেই কারণেই সঠিকভাবে বলা যায় না যে চতুর্থ ঢেউ-এর সময় এই ভাইরাস কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আগে যারা কোভিড আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ঘুমের সমস্যা, হার্টের সমস্যা, চুলে পরে যাওয়ার সমস্যা ইত্যাদি দেখা দিয়েছিল। কিন্তু এই নতুন প্রজাতির ভাইরাস মানুষের শরীরে কী কী সমস্যা ডেকে আনবে তা এখনই বলা সম্ভব নয়। তবে কোভিড থেকে বাঁচতে কোভিড প্রোটকল মেনে চলতেই হবে। এছাড়াও প্রত্যেক দিন শরীরচর্চা করতে হবে ও ভ্যাকসিন নিয়ে নিতে হবে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...