এক একজনের জীবনের চূড়ান্ত লক্ষ্য থাকে এক একরকম। ছোটবেলা থেকেই অনেক মানুষ স্বপ্ন দেখে সচিন সৌরভ বা দ্রাবিড়ের মতো হবেন আবার কেউ বা স্বপ্ন দেখেন অমিতাভ বা শাহরুখের মতন হবেন। কিন্তু কর্মজীবনে প্রবেশের পর বদলে যেতে থাকে সেই স্বপ্ন। চলুন কর্মরত বন্ধুদের কাছ থেকে জানা যাক তাদের জীবনের লক্ষ্য কি? ছোটবেলার স্বপ্ন কি পূরণ হয়েছে বড় হয়ে নাকি বড় হওয়ার সাথে সাথে লক্ষ্যও বদলে গেছে?
Facebook: https://www.facebook.com/JiyoBangla/
Twitter: https://twitter.com/JiyoBangla
Instagram: https://www.instagram.com/jiyobangla/