Tummy Tuck Surgery কী?

Tummy Tuck Surgery বা Abdominoplasty আসলে কী? Tummy Tuck Surgery কত ধরনের হয়? এই সার্জারিতে কি কোনও ঝুঁকি আছে? সার্জারির আগে ও পরে কী ধরনের নিয়ম মানতে হয়? পরামর্শ দিলেন অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জেন ডাঃ অনির্বাণ ঘোষ (Dr Anirban Ghosh, Aesthetic Plastic Surgeon)

পেটের মেদ সব সময় বড় চিন্তার কারণ। টানটান নির্মেদ শরীর পেতে জনপ্রিয় হয়ে উঠেছে Tummy Tuck Surgery। এই মুহূর্তে টামি টাক খুব পরিচিত প্লাস্টিক সার্জারি পদ্ধতি। বডি কন্টোরিং প্রসেস। তলপেটের অংশ অনেক সময় ঝুলে যায়, আলগা হয়ে যায় সেই ত্বককে বাড়তি চর্বি ঝরিয়ে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। আরও বেশ কিছু নাম আছে। যেমন লাইপো এবডেমোপ্লাস্টি কিন্তু প্রচলিত নাম টামি টাক। গর্ভবতী হয়েছেন, বাড়তি ওজনের জন্য শরীর আলগা হয়ে গেছে এরকম মহিলারা এই সার্জারি করে থাকেন। আগে বাড়তি ওজনের সমস্যায় ভুগেছেন ওজন কমানোর পর শরীর আলগা হয়ে গেছে এমন পুরুষরা এই সার্জারি করেন। তবে পোস্ট প্রেগনেন্সি মহিলাদের সংখ্যা বেশি। অন্যান্য যে কোনও সার্জারির মতোই এই সার্জারি, আলাদা করে কোনও ঝুঁকি নেই। অপারেশন ৩-৪ ঘন্টা সময় ধরে হয়। বেশ কিছু স্টেপ তাই মেনে চলতে হয়। অপারেশনের পর ৩-৪ সপ্তাহ বিশ্রামে থাকতে হয়। জিম, ওয়েট ট্রেনিং এসব থেকে দূরে থাকতে হবে। পেটে চাপ পড়ে এমন কাজে বিরত থাকতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...