গর্ভস্থ সন্তানের হার্টের অসুবিধা নির্ণয় হলে কী করণীয়

যত দিন যাচ্ছে হার্টের অসুখ ছোট থেকে বড় সবারই হচ্ছে। এখন আবার গর্ভস্থ শিশুরও হৃদয়ঘটিত অসুবিধা দেখা দিচ্ছে। গর্ভস্থ শিশুদের হার্টের সমস্যা কেমন ভাবে নির্ণয় করা হয় এবং হার্টের অসুবিধা ধরা পড়লে কী করা উচিত? এই নিয়ে অভিভাবকদের জন্য টিপস দিলেন পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ড. দেবব্রত নন্দী। (Dr. Debabrata Nandi, Pediatric cardiologist)। আসুন জেনে নেওয়া যাক ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সম্বন্ধে আর শিশুদের হার্টের সমস্যা হলে কী করণীয়, এই সমস্ত বিষয়ে।

ড. দেবব্রত নন্দী জানান, পরিবারে কারোর হার্টের সমস্যা আগে থেকে থাকলে, গর্ভস্থ দেবব্রত ভ্রূণের হার্টের সমস্যা দেখা দিতে পারে। আপনার গর্ভস্থ সন্তানের হার্টের সমস্যা আছে কীনা জানতে হলে ফিটাল ইকো কার্ডিওগ্রাফি একান্তভাবে দরকার। ডাক্তারবাবুর এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, এই ক্ষেত্রে হার্টের সমস্যা বাচ্চাদের দেখা দিলে একাধিক হার্টের অপারেশনের দরকার পড়ে। জটিল জন্মগত হার্টের রোগ থাকলে, ফিটাল ইকো কার্ডিওগ্রাফির মাধ্যমে গর্ভস্থ বাচ্চাদের হার্টের রোগ ১০০% ধরা যায়।

বর্তমানে বড়সড় অপারেশন ছাড়াই, এনজিওপ্লাস্টি অথবা মাইক্রোসার্জারির মাধ্যমেও হার্টকে সুস্থ অবস্থায় নিয়ে যাওয়া যায়। এরজন্য বড়সড় অপারেশনের আজকাল কোনও দরকার পড়ে না.

হার্ট ভাল থাকলে সব ভাল থাকবে। অতএব গর্ভস্থ শিশুদের হার্টের সমস্যা থাকলে, পেডিয়াট্রিক কার্ডিলজিস্ট এবং গাইনোকোলোজিস্ট সঙ্গে পরামর্শ করে সঠিক উপায়ে চিকিৎসা করানো উচিত।

এটা শেয়ার করতে পারো

...

Loading...