ফ্যাশন নিয়ে উৎসাহ এখন সকলের। এই দৌড়ে পিছিয়ে নেই ছোটরাও। আজকের যুগের শিশুদের সব ধরনের লুকেই দেখতে খুব ভালো লাগে। কিন্তু গ্ৰীষ্মে সব ধরনের ড্রেস পরা সম্ভব না। এমনিতেই শিশুদের সাজগোজ নিয়ে চিন্তায় পড়তে হয় বাবা-মাকে। তারওপর আবার গরমকালে শিশুরা সব ধরনের ড্রেস পরতে চায় না। তাহলে গ্ৰীষ্মকালে শিশুদের কী ড্রেস পরা উচিত? কী হবে তাদের সামার লুক?
এই সকল প্রশ্নের উত্তর দেবেন গ্ৰুমিং এক্সপার্ট জাইবা আহমেদ।
গ্ৰুমিং এক্সপার্ট জাইবা আহমেদ বলেছেন, গ্ৰীষ্মকালে শিশুদের সব ধরনের ড্রেস পরতে অসুবিধা হয়। তাই তারা যে ড্রেস পরে কমফর্টেবল হতে পারবে, সেই ড্রেসই তাদের পরা উচিত। এখন অনলাইন মার্কেটেও শিশুদের জন্য বিভিন্ন ধরনের স্টাইলিশ ড্রেস পাওয়া যায়। তাছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কী কাপড়ের তৈরি ড্রেস পরবে শিশুরা? সব সময় সুতির হালকা ড্রেস পরতে চায় শিশুরা।
এবার শিশুদের জন্য কিছু সামার লুক দেখাতে চলেছেন গ্ৰুমিং এক্সপার্ট জিয়াবা আহমেদ।
ফার্স্ট লুক, দিনের বেলায় পরার জন্য একটা কটনের ক্রপটপ পরা যেতে পারে। তার সঙ্গে একটা পালাজো ব্যবহার করা হয়েছে। এছাড়াও একটি শর্টস আর টি-শার্ট পরা যেতে পারে। এই দুটি লুক সামারের জন্য একদম পারফেক্ট।
সেকেন্ড লুক, কোনও জন্মদিন বা অন্য অনুষ্ঠানের জন্য একটা শার্ট ও স্কার্ট পরানো হয়েছে। চুলে পনি টেইল করা যেতে পারে। এছাড়াও বেলবটম জিন্সের সঙ্গে একটি পোলকা ডট টপ পরানো হয়েছে। আর মাথায় একটা ম্যাচিং হেয়ার ব্যান্ড ব্যবহার করা হয়েছে।
থার্ড লুক, সামনেই পয়লা বৈশাখ। তাই এথেনিক ওয়্যার পরলে ভালো লাগবে শিশুদের। এই লুকের লাইট কালারের সালোয়ার স্যুট ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে একটি ম্যাচিং হেয়ার ব্যান্ড ব্যবহার করতে হবে। তবে অনেক ক্ষেত্রে শিশুরা সালোয়ার ক্যারি করতে পারে না। তাই এর জন্য ইন্ডো-ওয়েস্টার্ন একটি ড্রেস পরানো হয়েছে। যার সঙ্গে একটি সোনালী রঙের হেয়ার ব্যান্ড ব্যবহার করা যেতে পারে।