থাইরয়েড ক্যানসার কেন হয়?

বদলে যাওয়া জীবনযাত্রার কারণে শরীরে বাসা বাঁধছে নানারকম রোগ। সুগার, প্রেসার আর তার সঙ্গে থাইরয়েডের সমস্যা। থাইরয়েড গ্রন্থির দীর্ঘমেয়াদী সমস্যা আকস্মিক পরিবর্তন থেকে দেখা দিতে পারে ক্যানসার। তাই কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। থাইরয়েড ক্যানসারের চিকিৎসা সম্পর্কে জানালেন চিকিৎসক ডাঃ সুচির মৈত্র। (Suchir maitra)

চিকিৎসক ডাঃ সুচির মৈত্র জানিয়েছেন, থাইরয়েড একটি গ্ৰন্থি যা মানুষের গলায় থাকে। অনেকটা প্রজাতির মতো দেখতে এই গ্ৰন্থি থেকে টি-থ্রি, টি-ফোর ও ক্যালসিটোনিন নামক একটি হরমোন নিঃসরণ হয়। থাইরয়েডে বিভিন্ন ধরনের টিউমার হতে পারে সিস্ট হতে পারে। কিন্তু এগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ক্যানসারে পরিণত হয় না। থাইরয়েডর ক্যানসার চার-পাঁচ রকমের হয়। তবে থাইরয়েড ক্যানসার যত তাড়াতাড়ি ধরা পড়বে তত তাড়াতাড়ি চিকিৎসার মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলা যাবে। আর যাদের থাইরয়েড ক্যানসার ধরা পড়ে তাদের আগে থেকেই থাইরয়েড জনিত কোনও সমস্যা রয়েছে। অনেক সময় থাইরয়েড গ্ৰন্থি ফুলে যায়, থাইরয়েডের ফুলে যাওয়ার ফলে খাবার গিলতে অসুবিধা হচ্ছে, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। এই গুলো হল থাইরয়েডের ক্যান্সারের লক্ষণ। থাইরয়েড এই ধরনের কোনও সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ক্যানসার আছে কি না তা জানার জন্যে চিকিৎসকরা কিছু পরীক্ষা করাতে বলেন। যেগুলো হল- থাইরয়েড হরমোন টেস্ট, আল্ট্রাসাউন্ড স্ক্যান ও সিটি স্ক্যান করা। এই পরীক্ষায় যদি দেখা যায় যে কোনও টিউমার রয়েছে। তাহলে এফ.এন.এস.ই করে দেখা হয় ক্যানসার হয়েছে কি না। থাইরয়েড ক্যানসারের সবচেয়ে বড় চিকিৎসা হল সার্জারি। তবে অনেক ক্ষেত্রে সার্জারির পর রেডিয়ো থেরাপি করা হয়। সার্জারির মাধ্যমে থাইরয়েড গ্রন্থি শরীর থেকে বাদ দিলেও কোনও সমস্যা হয়। কারণ থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন তৈরি যার ওষুধের মাধ্যমে শরীরে পৌঁছে দেওয়া যায়। কিন্তু থাইরয়েডের কোনও সমস্যা দেখা দিলে আগেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে সমস্যাটা জটিল হওয়ার আগেই চিকিৎসা শুরু করা যাবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...