কী কী কারণে শিশুদের মানসিক সমস্যা হতে পারে?

কী কী কারণে শিশুদের মানসিক সমস্যা হতে পারে? স্কুলের পরিবেশ এবং বাবা মায়ের মানসিক স্বাস্থ্য

শিশুর ওপর কীভাবে প্রভাব ফেলে? শিশুর মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য বাড়িতে অভিভাবকদের কী করা উচিত? পরামর্শ দিলেন মনোবিজ্ঞানী ও ফ্যামিলি থেরাপিস্ট অনন্যা সেনগুপ্ত  (Ananya Sengupta, Psychologist, Family Therapist)

শিশুদের মানসিক সমস্যা দিন দিন বাড়ছে। মা বাবা অভিভাবকদের মানসিক স্বাস্থ্য সরাসরি প্রভাব ফেলে শিশুর ওপর। মা বাবার জিনগত সমস্যা যেমন যেমন প্রভাব ফেলে ঠিক সেভাবেই, তাই গর্ভবস্থায় মায়ের মন কেমন ছিল, মানসিক স্ট্রেস ছিল কিনা, পরিবারের পরিবেশ, শারীরিক কারণ সবটাই দায়ী। না বলে অন্যের জিনিস নেওয়া, বানিয়ে বানিয়ে গল্প, মিথ্যে কথা, আক্রমণাত্বক এই সবের একাধিক কারণ থাকে। শিশুর মানসিক স্বাস্থ্যের অবনতির লক্ষণ। চাইল্ডহুড সাইক্রিয়াটিক ডিস অর্ডারের চিহ্ন। এক্ষেত্রে শিশুর এমন সমস্যা দেখলেই বাবা মায়ের উচিত শিশুকে আলাদা করে বোঝানো। তাকে একা বোঝাতে হবে। অন্যের সঙ্গে তুলনা করা উচিত নয়। স্ট্রেস ফ্রী হয়ে শিশুকে দেখতে হবে। পড়াশোনায় শিশুর ক্রমশ খারাপ ফলাফলও মানসিক সমস্যার কারণ হয়ে উঠতে পারে। স্কুল, বাড়ি ও খেলার সঙ্গী এই তিন জায়গায় সমস্যা দেখা গেলেই সাবধান হোন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...