কমিউনিকেশনের ক্ষেত্রে স্মার্ট ড্রেসিং সেন্স কতটা প্রভাব ফেলে? দু’য়ের মধ্যে সম্পর্কই বা কী? কীভাবে হয়ে উঠবেন দুই ব্যাপারেই তুখোড়, টিপস দিলেন মিসেস ইন্ডিয়া ইউনিভার্স পারুল সেহগাল ।
মিসেস ইন্ডিয়া ইউনিভার্স পারুল সেহগাল জানিয়েছেন, আমাদের যখন কারুর সঙে দেখা হয় তখন প্রথম নজর যায় তার পোশাকের দিকে। তারপর তার কথাবার্তায়। ‘অ্যাপেয়ারেন্স’ দেখেই বোঝা যায় সে কতটা স্মার্ট। যে কাজের জন্য তাকে ভাবা হচ্ছে সেই কাজের জন্য সে কতটা আত্মবিশ্বাসী সেটাও বলে দেয় ‘অ্যাপেয়ারেন্স’। এই কারণেই কমিউনিকেশন আর ড্রেসিঙ সেন্স দুই পারফেক্ট হওয়া দরকার। কর্পোরেট জগতে সঠিক পোশাক খুব গুরুত্বপূর্ণ। পোশাক ও সাজসজ্জায় ব্যালেন্স থাকাটাও জরুরী।
এখন ড্রেসিং সেন্স নিয়ে মানুষের ধারণা আমূল বদলে গিয়েছে বলা যায়। আগের তুলনায় পোশাকের ব্যাপারে অনেক বেশি সচেতন তারা। এমনকি একেবারে ছোট বাচ্চাও বুঝতে শিখে গিয়েছে কোথায় কী পরবে। পোশাক বেছে নেওয়ার ব্যাপারেও মতামত তৈরি হয়েছে তাদের।
স্মার্ট লুক হল উচ্চতা, ওজন, গায়ের রঙ মাথায় রেখে যে পোশাপ আপনাকে মানায় এবঙ সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য দেয় সেরকম পোশাক বেছে নেওয়া। সাজগোজও হবে সেই অনুযায়ী। যে পোশাক ভালভাবে ক্যারি করতে পারবেন তেমন পোশাক পরা উচিত সব সময়। সঠিক পোশাক নির্বাচনের আত্মবিশ্বাস হাঁটাচলা, ওঠাবসা, কথাবার্তা সব কিছুতেই ছাপ ফেলে।
আগের তুলনায় এখন ডিজাইনার, স্টাইলিস্ট, ব্র্যান্ড অনেক বেশি, তাই মানুষের কাছে অপশন আছে বেশি। নিজেকে সঠিকভাবে উপস্থাপন একটা আর্ট। কোনটা একটা দিন বা শুধু কাজের জগৎ বলে নয় প্রতিদিন, প্রতি মুহূর্ত সুন্দর করে তোলা যায় এই আত্মবিশ্বাস দিয়ে।