ক্যানসার চিকিৎসায় রোবোটিক সার্জারিতে কি রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে?

রোবোটিক সার্জারি কী? রোবোটিক সার্জারি এবং ল্যাপারোস্কোপির মধ্যে পার্থক্য কী? ক্যানসার চিকিৎসায় প্রয়োগ কীভাবে হয়?  রোবোটিক সার্জারি করলে কি রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে? বিস্তারিত জানালেন সিনিয়র কনসালটেন্ট, মিনিমাল অ্যাকসেস অ্যান্ড রোবোটিক সার্জেন, গাইনোকোলজিক্যাল অঙ্কোসার্জেন ডাঃ রূপশ্রী দাশগুপ্ত(Dr Rupashree Dasgupta, Senior Consultant, Minimal Access and Robotic Surgeon, Gynaecological, Oncosurgeon)   

ডাঃ রূপশ্রী দাশগুপ্ত জানিয়েছেন, রোবোটিক সার্জারি নতুন শব্দ। অনেকেই মনে করে রোবোটিক মানে কি চিকিৎসকরা আর সার্জারি করছে না? রোবট সার্জারি করছে? এটা একেবারেই ভুল ধারণা। রোবটিক সার্জারি মানে রোবট ব্যবহার করে চিকিৎসা। চিকিৎসক প্রভু আর রোবটি তাঁর অনুগত সহচর।

রোবটের চারটি হাত থাকে। ডাক্তারি পরিভাষায় যাকে বলা হয় ‘মেকানিক্যাল’ আর্ম। একটা আর্মে দেওয়া হয় ক্যামেরা। বাকি আর্মগুলিতে দেওয়া হয় সার্জারির প্রয়োজনীয় যন্ত্রপাতি চিকিৎসক একটা কনসোলে বসে ওই যন্ত্রমানবের হাত নিয়ন্ত্রণ করেন। রোবটের চার আর্ম দিয়েই পুরো সার্জারি করা হয়। এটাই রোবটিক সার্জারি। কনভেনচুয়াল মেথডে দীর্ঘদিন ধরে পেট কেটে অপারেশন করা হয়ে আসছে। গাইনির ক্ষেত্রে অনেক সময় অনেক অপারেশন শরীরের নিচের অংশ, জননেন্দ্রীয়র মাধ্যমে করা। হিট্রোস্কোপিক সার্জারি নিচের দিক দিয়ে করা হয়। জরায়ুতে ক্যামেরা লাগানো টিউব পাঠিয়ে জরায়ুর ভিতরের কর্মকান্ড দেখা হয়। রোবোটিক, ল্যাপারোস্কপিক সবগুলোই মিনিমাল ইনভ্যাসিভ। পুরনো পদ্ধতিতে পেট কেটে অপারেশন করলে ব্যথা, রক্তপাত, সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে। সেরে উঠতেও সময় লাগে। মিনিমাল ইনভ্যাসিভ সার্জারিতে ছোট ছোট কাটা হয়। রোবোটিকে ৮ মিলিমিটার আর ল্যাপরোস্কপিক সার্জারিতে ১ সেন্টিমিটার একটা কাট হয় আর ৫ মিলিমিটার অন্য কাট। ওপেন সার্জারির যুগ শেষ হওয়ার পর আসে ল্যাপরোস্কপিক যুগ। এই ধরণের সার্জারিতে চিকিৎসকরাই সার্জারি করেন। ছোট ছোট ফুটোর মাধ্যমে লম্বা ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে মনিটরিং স্ক্রিনে দেখা হয় পুরো ব্যাপারটা। প্রায় রক্তপাতহীন সার্জারিতে রোগী দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পারে।

ল্যাপরোস্কপিক সার্জারিতে 2D ভিশন। রোবোটিক 3D। থ্রি ডায়মেনশনে পুরো ভিতরটাকে দেখা যায়। রোবটিক সার্জারিতে দু হাতের বদলে চার হাতে চিকিৎসা হওয়ায় তাতে সুবিধাও অনেক বেশি। রক্তপাতের সম্ভাবনা ল্যাপরোস্কপিক এর থেকেও কম। রোবটিকই তাই ভবিষ্যৎ। ক্যানসারের চিকিৎসায় রোবটিক সার্জারির প্রয়োগ হচ্ছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...