প্রাণিক হিলিং থেরাপির মাধ্যমে রোগমুক্তি ঘটে কিভাবে?

প্রাণিক হিলিং(Pranic Healing)বা প্রাণিক নিরাময় আসলে কী? কীভাবে এই এনার্জি হিলিং থেরাপির মাধ্যমে রোগমুক্তি ঘটে, জানালেন প্রাণিক হিলার শ্রুতি আগরওয়াল (M Shruti Agarwalla, Pranic Healer)

প্রাণ এনার্জি এমন এক এনার্জি যাতে রোগ মুক্তি ঘটে। আমাদের সবার মধ্যেই এই এনার্জি আছে। আমাদের জানতে হবে কীভাবে সেই এনার্জিকে আমরা ব্যবহার করতে পারি। হাতের তালু থেকে বের হয় এনার্জি। হাতের তালুর মধ্যে মন সংযোগ করলে বিশেষ এক ধরনের অনুভূতি হয়। যার দ্বারা রোগমুক্তি সম্ভব।

প্রাণ এনার্জি থেরাপিতে শারীরিক ও মানসিক দুই সমস্যারই সমাধান হয়। এমনকি ক্যানসার চিকিৎসা দেয় রোগ যন্ত্রণা লাঘব করতে ডাক্তারি চিকিৎসার পাশাপাশি হিলিং থিরাপি চলতে পারে সমানভাবে। মনের জোর বাড়াতে সাহায্য করে, শারীরিক দুর্বলতা কমায়। কোভিদের সময় ঘরবন্দী অসুস্থ কোভিদ রোগী মেডিকেল চিকিৎসার সঙ্গে হিলিং থেরাপি নিয়ে দেখা গিয়েছে দ্রুত রোগমুক্তি ঘটেছে।

কেটে গেলে, পড়ে গেলে যেমন ক্ষতস্থান পরিষ্কার করে সেখানে ওষুধ বা মলম দেওয়া হয় তেমনি এনার্জি হিলিং থেরাপিতে আগে মনের নেগেটিভ ভাবনাকে দূর করা করা হয় তারপর চলে পজিটিভিটির হিলিং।

প্রাণিক হিলিং থেরাপির বিশেষত্ব হল কোনওরকম স্পর্শ ছাড়াই এই থেরাপি করা হয়। রোগীকে শারীরিক উপস্থিত না থাকলেও চলবে। রোগীর নাম, ছবি আর কী সমস্যায় ভুগছেন জানালেই শুরু করা যাবে হিলিং পর্ব।

মানুষের শরীরে সাতটি চক্র আছে। সেখানে সমস্যা হলে তা অঙ্গ-প্রত্যঙ্গের সঙ্গে সম্পর্কযুক্ত। সমস্যা চিহ্নিত করে নিরাময় করা হয়।

মনসংযোগ আর নিয়মিত অভ্যাস এই থেরাপির অন্যতম জরুরী ব্যাপার। যে কোনও বয়সে যে কেউ এই হিলিং থেরাপির সাহায্য নিতে পারে।    

এটা শেয়ার করতে পারো

...

Loading...