পিডিএ কী? সদ্যজাত শিশুদের কেন এই রোগ হয়? শিশুর এই রোগের কারণ কি মায়ের লাইফস্টাইলের উপর নির্ভর করে? পিডিএ আক্রান্ত শিশুর ভবিষ্যতে কি সমস্যা দেখা দিতে পারে? পরামর্শ দিলেন সিনিয়র ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডাঃ দেবশ্রী গঙ্গোপাধ্যায় (Dr. Debasree Gangopadhyay, Senior Interventional Pediatric Cardiologist)
ডাঃ দেবশ্রী গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পিডিএ পুরো নাম পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসিস। এটি একটি জন্মগত হার্টের অসুখ। সদ্যজাত থেকে শুরু করে বয়স্ক শিশুদের মধ্যেও দেখা যায়।
পিডিএ এমন একটি স্ট্রাকচার যা জন্মের আগে সমস্ত শিশুর মধ্যে থাকে। শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন ডাক্টাস আর্টেরিওসাস নামে একটি শিরার মধ্যে দিয়ে মায়ের শরীর থেকে শিশুর শরীরে স্বাভাবিক রক্ত সংবহন হয়। জন্মের পর বিভিন্ন কারণের জন্য এই ডাক্টাস আর্টেরিওসাস থেকে যায়। সাধারণ নিয়ম অনুযায়ী শিশুর জন্মের পর এই শিরা তিনদিন থেকে তিন সপ্তাহ বয়সের মধ্যে প্রাকৃতিক নিয়মে দ্বার বন্ধ হয়ে যায়। কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়। যে সব শিশুর প্রাকৃতিক নিয়মে বন্ধ হয় না, যাদের হয় না তাদের চিকিৎসা পরিভাষায় বলা হয় পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসিস।
পেটেন্ট শব্দটির মানে 'ওপেন' বা 'উন্মুক্ত'। ডাক্টাস যখন উন্মুক্ত থাকছে তখন সেটা পেটেন্ট। জন্মের সময় শিশুর জীবনে যে শিরা অত্যাবশ্যক সেই শিরাই যদি জন্মের তিন সপ্তাহের মধ্যে শিশুর শরীরে থেকে যায়, বন্ধ না হয় তখন তা হয়ে ওঠে অসুস্থতার কারণ। এই অসুখ কোনওভাবেই লাইফস্টাইল ডিজিজ নয় কিন্তু মায়ের গর্ভবস্থায় যদি রুবেলা হয় জ্বর ও ৱ্যাশ দেখা যায় তখন শিশুদের পিডিএ হওয়ার সম্ভাবনা থেকে যায়। ডাক্টাসের সমস্যাকে দু ভাগে ভাগ করা যায়। সদ্যজাত এবং বেশি বয়স্ক শিশু। সদ্যজাতদের মধ্যে যারা প্রি ম্যাচিওর তাদের পিডিএ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
সার্জারি ও মেডিসিন ট্রিটমেন্ট আছে। অস্ত্রোপচার করে পিডিএ বন্ধ করে দিতে হয়, আর দুই বিশেষ ডিভাইসের সাহায্যে ইন্টারভেনশনাল পদ্ধতির সাহায্যে পিডিএ বন্ধ করা হয়।সঠিক সময়ে সঠিক চিকিৎসায় শিশু সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে। বড় হয়েও পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।