ব্যথা নিরাময়ে কীভাবে কাজ দেয় নিউরোথেরাপি?

নিউরোথেরাপি কী? কীভাবে ব্যথা নিরাময়ে কাজ দেয় এই থেরাপি? কোন কোন ব্যাথা থেকে বাঁচায়? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কীভাবে উপকার দেয়? পেইন ম্যানেজমেন্ট চিকিৎসায়  নিউরোথেরাপি নিয়ে বিস্তারিত জানালেন সিনিয়র নিউরো থেরাপি কনসালট্যান্ট ও  নিরোগালয়ের কর্ণধার ডাঃ দীপাঞ্জন দেব (Dr. Dipanjan Dev, Senior NeuroTherapy Consultant & Founder of Nirogalaya)

তিনি জানিয়েছেন, এই পদ্ধতি অতি প্রাচীন। যোগ, আয়ুর্বেদের মতোই যুগ যুগ ধরে চলে আসছে। আয়ুর্বেদের একটি ধারা অভয়াঙ্গাম। ডাঃ লাজপত রায় মেহেরা মুম্বইতে এই পদ্ধতির নামকরণ করেন নিউরোথেরাপি।

বর্তমান সময়ে মানুষকে সব চেয়ে বেশি ভোগায় ব্যথাজনিত সমস্যা। প্রতিটি বাড়িতে পাওয়া যাবে ব্যথার রোগী। ব্যথা সারাতে মানুষ মনে করে বোধহয় একটাই উপায় আছে তা হল পেইন কিলার। কিন্তু পেইন কিলারের ক্ষতিকারক দিক, পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটা জানার পরও মানুষ শুধু ব্যথা থেকে রেহাই পেতে পেইন কিলার খাওয়ার ঝুঁকি নেয়। কিন্তু পেইন কিলার ছাড়াও পেইন ম্যানেজমেন্টের অনেক নিরাপদ উপায় আছে। তার মধ্যে অন্যতম নিউরো থেরাপি।

যে কোনও ব্যথার ক্ষেত্রেই রক্ত সংবহন প্রক্রিয়ায় বাধা দেখা যায়। সেই ক্ষেত্রে এই চিকিৎসা পদ্ধতিতে রক্ত চলাচলের বাধা দূর করা হয় তাতে নিরাময় আসে। হাঁটুর ব্যথা, পিঠের ব্যথা, হাড় ক্ষয়ে যাওয়া দেখা যায়। অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করা এই থেরাপিতে সম্ভব। যা হাড়কে ক্ষয়ের হাত থেকে বাঁচায়। হাঁটুর ব্যথা, অস্টিও আর্থারাইটিস, লাম্বাস স্পন্ডেলাইসিস সেই ক্ষেত্রে থেরাপির মধ্যে আলাদা আলাদা প্রেশার পয়েন্ট আছে, যা ব্যবহার করা হয়। তবে এই প্রেশার কখনই আকুপ্রেশার নয়। দুই পদ্ধতির মধ্যে তফাৎ আছে। আকুপ্রেশার রিফ্লেক্সলজি। মানে নার্ভের রিফ্লেক্স অ্যাকশনকে স্টিমুলেট করে নার্ভকে এক্টিভেশন করে। কিন্তু নিউরো থেরাপি ব্লাড সার্কুলেশনকে নির্ভর প্রেশার থেরাপি। এখানে প্রেশার পয়েন্ট ব্লাড সার্কুলেশনকে মোটিভেট করে। সরাসরি গ্ল্যান্ডকে প্রভাবিত করে। কোভিডের পর থেকে এই থেরাপি সম্পর্কে মানুষের আগ্রহ ও সচেতনতা বেড়েছে। বডির নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিতে লাগল মানুষ। ইমিউনিতি বুস্টারের খোঁজ বাড়ল।

কলকাতা আজ থেকে দুদশক আগেও ওয়েলনেস নিয়ে এ ধরনের সচেতনতা ছিল না। এখন সেই ছবি বদলেছে। লাইফস্টাইল স্ট্রেসের বড় কারণ। এই থেরাপি শরীর ও মন উভয়কেই ভাল রাখতে সাহায্য করে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...