চোখে ফাঙ্গাল ইনফেকশন কী?

ফাঙ্গাল আই ইনফেকশন (Fungal Eye Infection) কী? চোখে  এই সংক্রমণ এড়াতে কী কী সাবধানতা মেনে চলা প্রয়োজন, পরামর্শ দিলেন বিশিষ্ট অপথালমোলজিস্ট ডাঃ পূর্ণেন্দু বিকাশ সরকার (Dr Purnendu Bikash Sarkar,  Ophthalmologist)

ডাঃ পূর্ণেন্দু বিকাশ সরকার জানিয়েছেন, ফাঙ্গাল ইনফেকশন চোখে এক ধরনের সংক্রমণ। তবে ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের তুলনায় এই সংক্রমণ অনেকটাই আলাদা, বিপদ অনেক বেশি। অনেক সময় সঠিক চিকিৎসার অভাবে মানুষ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে এর জেরে। তাই চোখে ফাঙ্গাল ইনফেকশন ধরা পড়লে তাকে অত্যন্ত সিরিয়াসভাবে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

ভাঙ্গাল ইনফেকশন নানারকমভাবে হতে পারে। মাটি, জল, বাতাসে ঘোরাফেরা করে, আবার শরীরের মধ্যেও থেকে যায়। নানাভাবে ভাঙ্গাস চোখে প্রবেশ করতে পারে। যারা গ্রামের দিকে থাকেন, মাঠে কাজ করেন তাদের চোখে ধানের কুচি বা গাছের পাতা  মাধ্যমে সংক্রমণ ঘটে। পুকুরের জলে স্নান করলে সেখান থেকেও হতে পারে। এছাড়া কিছু ক্ষেত্রে চোখে অপারেশনের পর বা চলাকালীনও সমস্যা আসতে পারে। চোখের চিকিৎসার জন্য অনেক সময় অ্যান্টি ভিজিএফ ইঞ্জেকশন দিতে হয় সেক্ষেত্রে চোখ সংক্রমিত হতে পারে।

এই ইনফেকশনের লক্ষণও বাকি ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের মতোই। চোখ লাল হয়, জল পড়ে, দৃষ্টি ঝাপসা হতে শুরু করে, প্রচন্ড মাথা ব্যথা হয়, চোখে কপালে ব্যথা হয়। চোখের মূল কালো অংশটা আস্তে আস্তে সাদা ও ঘোলাটে হতে পারে। কারো কারও জ্বর হয়।

ফাঙ্গাল ইনফেকশনে সচেতনতাই সবচেয়ে প্রথম হাতিয়ার। যখনই চোখে কোনও অস্বাভাবিক অস্বস্তি হবে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যারা গ্রামে থাকেন তাদের বেশি সমস্যা হয়। তুলনামূলকভাবে শহরে কম। জীবিকার প্রয়োজনে যাদের মাঠে-ঘাটে কাজ করতে হয় তারা যদি চোখ পাওয়ারলেস চশমায় ঢেকে কাজ করেন তাহলে খুব ভাল। ধান মাড়াইয়ের সময় ধানের খোসা, মাছ ধরার সময় জল ছিৎকে লাগলেও বিপদ। সবচেয়ে বেশি সতর্ক থাকতে হয় অপারেশনের পর। এখন পেইনলেস অপারেশনে রোগীভাবে সে ভাল হয়ে গিয়েছে কিন্তু চিকিৎসকের পরামর্শ মেয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত চোখের যত্নে সতর্কতা প্রয়োজন।

যারা কর্মজীবনের মধ্যে রয়েছে তাদের এই ধরনের সংক্রমণের সম্ভাবনা বেশি। কৃষক, মৎসজীবী, ফুল চাষি, বাগান দেখাোনা করেন-এঁদের বেশি হতে পারে।

এই ইনফেকশনে বিপদ বেশি কারণ, সরাসরি চোখের ভিতরে সংক্রমণ ঘটে। প্রথমে কর্নিয়ায় তারপর ভেক্টাস ক্ষতিগ্রস্থ হয়। প্রচুর ভাল ওষুধ চিকিৎসায় ব্যবহার হলেও যেহেতু চোখের ভিতরের অংশ ক্ষতিগ্রস্থ হয় তাই ভয় থেকেই যায়। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...