ড্রাই নিডলিং থেরাপি কী?

‘ড্রাই নিডলিং থেরাপি’ কী? শিরদাঁড়া ও পেশীর ব্যথায় কীভাবে এই থেরাপি কাজ দেয়, বিস্তারিত জানালেন পেইন ম্যানেজমেন্ট ও ড্রাই নিডলিং স্পেশালিস্ট ডাঃ সুমিত মুখোপাধ্যায় (Dr. Sumit Mukherjee, Pain Management Specialist and Dry Needling Specialist)

ডাঃ সুমিত মুখোপাধ্যায় জানিয়েছেন, ড্রাই নিডলিং কথাটা একেবারেই নতুন। লোকে’ আকুপাংচার’ হিসেবেই এই থেরাপিকে এতো বছর চেনে। যদিও দুই পদ্ধতি একেবারেই আলাদা। মিল শুধু ‘নিডল’ মানে সূচে। আকুপাংচারে চিনা ওষুধ, চিনা শারীরবিদ্যার প্রয়োগ করা হয়। ‘ড্রাই নিডলিং’ ইউরোপীয় চিকিৎসা পদ্ধতি।

ড্রাই নিডলিং থেরাপিতে সূচের ব্যবহার করা হয়। ভীষণ পাতলা সূচ দিয়ে চিকিৎসা চলে পেশীর ব্যথায়। শক্ত হয়ে যাওয়া পেশীকে স্বাভাবিক করা হয়। পেইন ম্যানেজমেন্ট, স্টিফ ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে খুব ভাল কাজ দেয়। স্পন্ডালাইটিস, স্পন্ডাইলোথিসিস- যেখানেই পেশীর সমস্যা ও তার সঙ্গে স্নায়ুর সমস্যা হয় এসব ক্ষেত্রে এই থেরাপি দেয়োয়া হয় দ্রুত সমাধান হিসেবে।

চিকিৎসা মাধ্যম সূচ হলেও এই চিকিৎসা ব্যথাহীন, রক্তপাতহীন। ইঞ্জেকশনের নিডলের থেকেও পাতলা সূচ ব্যবহার করা হয়।

অ্যাকিউট কেসে ড্রাই নিডলিং বেশি ভাল কাজ করে। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া পাওয়া যাওয়া। সঙ্গে সঙ্গে রোগীর উপশম হয়। তাই এই ড্রাই নিডলসকে চিকিৎসকরা ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হিসেবে দেখা হয়।

পেশীর অবস্থান ও সমস্যা অনুযায়ী সূচের আকার নির্ভর করে। ৫-৭ মিনিট রাখা হয়। নিডলের গায়ে ওয়ার লাগিয়ে মাইক্রো কারেন্ট দেওয়া হয়। যাতে পেশির উপশম হয়। দু’ ধরনের নিডলিং হয়। একটা সিম্পল আর একটা ইলেক্ট্রো ড্রাই নিডলিং। যেখানে পেশী দুর্বল হয়ে গিয়েছে সেখানে ইলেকট্রো ড্রাই নিডলিং কাজ করি। ১২ থেকে ১৪ বছরের নিচে ড্রাই নিডলিং করা যায় না। ক্যানসার রোগী, রক্তজনিত সমস্যা, মনোরোগের সমস্যা, নিডল ফোবিয়া, ভ্যাসকুলার ডিজঅর্ডারে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই থেরাপি প্রয়োগ করা হয় না।

এটা শেয়ার করতে পারো

...

Loading...