কর্পোরেট অফিসে কাজ মানেই ফর্মাল লুক। সুতরাং কর্পোরেট জগতে শুধু মাত্র কাজ জানাটাই সব নয়। তার সঙ্গে নিজের লুকের উপরেও নজর দিতে হবে সকলকে। তাহলে অফিসে যাওয়ার আগে কীভাবে সাজবেন? কর্পোরেট লুক আনবেন কীভাবে?
এই বিষয়ে বিশদে জানিয়েছেন গ্ৰুমিং কনসালটেন্ট লোপামুদ্রা মন্ডল।
গ্ৰুমিং কনসালটেন্ট লোপামুদ্রা মন্ডল বলেছেন, আজকের যুগে শুধু মাত্র কাজ জানাটাই সব কিছু নয়। তার সঙ্গে নিজের লুকের উপরেও নজর দিতে হবে। বিশেষ করে কর্পোরেট ফিল্ডে কাজ করার সময় এই বিষয়ে নিয়ে সবচেয়ে বেশি নজর দিতে হবে। নিজের ব্র্যান্ড বা কোম্পানিকে যখন কেউ রিপ্রেজেন্ট করছে, তখন লুক ভালো রাখতেই হবে। বাংলায় পুঁথিগত বিদ্যার অভাব নেই কিন্তু গ্ৰুমিং-এর অভাব রয়েছে। এছাড়াও সুন্দর দেখাটাই সব নয়। সঠিক পোশাক আত্মবিশ্বাসও বাড়িয়ে দেয় অনেকটাই।
তাই সব সময় সেই পোশাক পরবে যাতে সুন্দর দেখায়। এছাড়াও কর্পোরেট অফিসে কাজ করলে সব সময় বেসিক একটা মেকআপ করা উচিত। এমন জুতো পরতে হবে যা পোশাকের সঙ্গে সামঞ্জস্য থাকবে। তবে জুতোর ট্যাগ অনেকে খুলতে ভুলে যায়। তা করলে হবে না। আর জুতো সব সময় পরিষ্কার রাখতে হবে।
এবার দুটি কর্পোরেট লুক দেখানো হল।
প্রথম লুক, বড় কর্পোরেট অফিসে কাজ করলে ফর্মাল পোশাক পরাটা স্বাভাবিক। তাই অবশ্যই একটি ব্লেজার পড়তে হবে। আর ফর্মাল ট্রাউজার পরতে পারেন। তবে মেয়েরা চাইলে স্কার্ট পরতে পারেন।
দ্বিতীয় লুক, পরবর্তী লুকের জন্য পনীটেল করা যেতে পারে। আর চাইনিজ কলার শার্ট ও আর একটা ফরমাল ট্রাউজার পরতে পারেন। তার সঙ্গে মিলিয়ে ব্যাগ নিতে হবে।