শিশুদের সাধারণ আচরণগত সমস্যা আসলে কী?

শিশুদের সাধারণ আচরণগত সমস্যা আসলে কী? সেই ধরনের সমস্যা সম্পর্কে কতটা অবগত অভিভাবকরা? কী কারণে এই সমস্যার সম্মুখীন হচ্ছে শিশুরা? সমাধানের উপায়েই কী ? বিস্তারিত জানালেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ অরূপ রতন মন্ডল (Dr. Arup Ratan Mondal)

তিনি জানিয়েছেন, শিশুদের মানসিক স্বাস্থ্যর দিকটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। যদিও বিষয়টির যতটা গুরুত্ব পাওয়া উচিত এখনও ততটা সচেতনতা গড়ে ওঠেনি। শিশুর ব্যবহার সাধারণভাবে যা হওয়া উচিত তার থেকে অন্যরকম হলেই তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। শিশুর আচরণগত পরিবর্তন নিয়ে অভিভাবকদের অবশ্যই সচেতন হওয়া উচিত।

শৈশবের আচরণগত সমস্যা তার শিক্ষাগত দিক এবং আগামী জীবনে অনেক বাধার কারণ হয়ে দাঁড়ায়। তাই যত দ্রুত সম্ভব এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত। কাজে বা পড়াশোনায় অমনোযোগী, সারাক্ষণ অস্থিরতা, কাজ সময়ে শেষ করতে না পারা-এরকম একাধিক লক্ষণ দেখলে সচেতন হওয়া উচিত। এই সমস্যাকে বলা হয় এডিএইচডি। শিশুদের সামাজিক যোগাযোগ স্থাপনের দিকটিতে প্রভাব ফেলে অটিজম স্পেকটার্ম। পরিচিত, অপরিচিত মানুষের সঙ্গে ক্থা বলতে মিশতে সমস্যা হয়।

দ্রুত চিকিৎসা না শুরু হলে শিশুর ভবিষ্যত জীবনে প্রভাব ফেলতে পারে শৈশবের আচরণগত সমস্যা। তাই শুরু থেকেই অভিভাবকদের সচেতন হতে হবে। বিভিন্ন ধরনের থেরাপির মাধ্যমে শিশুর আচরণে ত্রুটির দিকগুলি সারিয়ে ফেলতে হবে। মা বাবা ছাড়াও স্কুল এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও এ ব্যাপারে ওয়াকিবহাল থাকতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...