স্কুল খোলার পর কী পরিবর্তন এসেছে শিশুদের মধ্যে?

কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আবার খুলেছে স্কুল। প্রায় দু'বছর বন্ধ ছিল স্কুল। যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে শিশুরা। মানসিক ও শারীরিক দু দিক দিয়েই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের। কিন্তু স্কুল খোলার পরেও এই সমস্যা কমে যায়নি। বহু শিশু রয়েছে যারা স্কুলে যাওয়ার ইচ্ছা হারিয়েছে। তাই স্কুলে যাওয়ার ফলে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে তাদের মধ্যে। কিন্তু এই সময় শিশুদের মধ্যে কী কী সমস্যা দেখা দিয়েছে? কেনই বা এই সমস্যাগুলি দেখা দিয়েছে তাদের মধ্যে?

এই সকল প্রশ্নের উত্তর দেবেন মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ আবীর মুখোপাধ্যায়

মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ আবীর মুখোপাধ্যায় বলেছেন, স্কুল খোলা শিশুদের অত্যন্ত প্রয়োজন ছিল। গত কয়েক বছর ধরে লকডাউন ফলে স্কুল, কলেজ বন্ধ ছিল। যার কারণে সবার সঙ্গে মেলামেশার সুযোগ পায়নি শিশুরা। সংক্রমণ আটকাতে এমনিতেই শিশুদের ও বয়স্কদের আলাদা করে রাখা হয়েছিল বাড়ির অন্য সদস্যদের থেকে। তাই মোবাইলের প্রতি আসক্তি বেড়েছে। এছাড়াও লকডাউনে সময় অনলাইনে পড়াশুনা চলেছে প্রত্যেকের। বহু শিশুদের মধ্যে অটিজম জাতীয় রোগ দেখা দিয়েছে।

 

ABIRMUKHERJEE1

 

প্রাইমারি স্কুলে পড়ছে যারা তাদের মধ্যে অনলাইন গেমের প্রতি আসক্তি বেড়েছে। এছাড়াও যাদের বয়স একটু বেশি তাদের মেলামেশার একটা বড় মাধ্যমে পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদের চেয়ে বয়সে বড় যারা, তাদের জীবনেও পরিবর্তন এসেছে। বিভিন্ন ধরনের নেগেটিভ ভিডিয়ো দেখার প্রবণতা দেখা গিয়েছে। এর ফলে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। এদের মধ্যে কিছু কিছু শিশু রয়েছে। যারা সত্যিই বেশি মেলা মেশা করে না। স্কুল খোলার ফলে এই শিশুদের সমস্যায় পড়তে হয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে তুলতে আরও সময় লাগবে।

অনেক বাবা-মাও রয়েছেন যাদের মধ্যে এখনো কোভিড আতঙ্ক রয়েছে। যার ফলে তারা সন্তানকে স্কুলে পাঠাতে চাইছে না। যে কারণে সন্তানের স্কুলে যাওয়ার ইচ্ছা থাকলেও সে যেতে পারছে না। এছাড়াও শিক্ষকদের এই পরিস্থিতি অনুযায়ী মানিয়ে চলতে হবে। যে সব শিশুরা স্কুলে যেতে চাইছে না তারা যাতে স্কুলে যায় সেই বিষয়ে নজর দিতে শিক্ষককে। তবে শিশুদের শরীরেও নানা সমস্যা দেখা দিয়েছে। এর জন্যে অবশ্যই শরীরচর্চা করতে হবে প্রত্যেক দিন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...