নিউরো থেরাপি কী ভাবে কাজ দেয়?

নিউরো থেরাপি কি? এই পদ্ধতি কিভাবে কাজ দেয়? কী ধরনের ব্যথার চিকিৎসা এই পদ্ধতিতে করা যায়? মধ্যবিত্ত মানুষদের পক্ষে কি নিউরো থেরাপি করা সম্ভব? বিস্তারিত জানালেন বিশিষ্ট নিউরোলজিস্ট ডাঃ সুধীর কুমার (Dr Sudhir Kumar, Senior Consultant Neurologist )

ডাঃ সুধীর কুমার জানিয়েছেন, ব্যথা ও যন্ত্রণা সম্পর্কিত চিকিৎসা হল নিউরোপ্যাথি। এই চিকিৎসা পদ্ধতি হল পেইন রিলিফ ট্রিটমেন্ট। আট থেকে আশি পর্যন্ত যে কোনও বয়সের মানুষ এই চিকিৎসার আওতায় আসতে পারে। মাথা ব্যথা, মাইগ্রেন, ফ্রোজেন সোলজার, টেনিস এলবো, ব্যাক পেইন, নি পেইন, ফুট পেইন, ডিপ্রেশন সব কিছুর সুরাহা মেলে। ওষুধের চিকিৎসায় সাময়িক রোগমুক্তি ঘটে কিন্তু সার্বিক সমাধানের জন্য এই ধরনের থেরাপি আদর্শ। অনেক সময় ফিজিওথেরাপি, কিংবা ইলেকট্রোথেরাপিও মুক্তি দিতে পারে না অনেক সময়। কোন পথে মিলবে স্থায়ী সুরাহা খুঁজতে গিয়েই নিউরো থেরাপির সন্ধান মেলে। ফিজিক্যাল থেরাপি, যোগা, কেরালা পঞ্চকর্মা থেরাপি, ম্যানুপুলেশন থেরাপি এই সব মিলিয়ে নিউরো থেরাপি। এটি কোনও একক শব্দ নয়। তার মধ্যে আছে একাধিক থেরাপির নির্যাস। যার মাধ্যমে স্নায়ুতে রক্ত সংবহন সুসংহত করা হয়। নিউরো থেরাপি চিকিৎসার ৬ টি ধাপ আছে। প্রথমে হয় ফিজিক্যাল ও ম্যানুয়াল থেরাপি। দ্বিতীয় ধাপ হল অয়েল বা এরোমা থেরাপি। তারপর লেজার ও ওয়াক্স থেরাপি, তারপর হয় যোগা এবং নিউরো ম্যাসকুলার কোঅর্ডিনেশন। এটাকেই বলা হয় ইন্টিগ্রেটেড পেইন থেরাপি। একিউট পেইনের জন্য মেডিসিনের সাহায্য নিতে হবে। যন্ত্রণা প্রাথমিকভাবে কমলে তারপর শুরু হয় নিউরো থেরাপি। ক্রনিক পেইন কমাতে যা সাহায্য করে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...