মেয়েদের তলপেটে ব্যথা কেন হয়?

মেয়েদের তলপেটে ব্যথা কেন হয়? পিরিয়ডসের সময় এই ব্যথা বাড়ে কেন?  প্রেগনেন্সির সময়ও কি এই ব্যথা ভোগায়?  কমানোর উপায় কী?  বিস্তারিত জানালেন স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ এম.এম.এস জোহা (Dr. M. M. S. Zoha, Obstetrician and Gynaecologist)

এম.এম.এস জোহা জানিয়েছেন, তলপেটে ব্যথা মহিলাদের অনেক কারণে হতে পারে। তার মধ্যে প্রধান কারণ পেলভিক ইনফেকশন। এন্ডোমেট্রিওসিসের কারণে হতে পারে। যদি ইউট্রাসে কোনও টিউমার বা ওভারিতে সিস্ট হলে সেখান থেকেও অনেক সময় ব্যথা হতে পারে। তাছাড়া আরও অনেক ছোটখাটো কারণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি যে রোগের কারণে এই ব্যথা হয় তা হল এন্ডোমেট্রিওসিস। শুধু পিরিয়ডের সময় নয়, অন্যান্য সময়ও অসহ্য ব্যথায় ভোগেন। এন্ডোমেট্রিওসিস হল জরায়ুর বাইরে এন্ডোমেট্রিয়াল সদৃশ টিস্যু। যা জরায়ুর অনুরূপ। আর এই টিস্যু স্তরে স্তরে বাড়তে শুরু করে, সেখান থেকে ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব এবং জরায়ুর অঞ্চলে জড়িয়ে যায়।

ব্যথা কমানোর উপায় খোঁজার আগে জানতে হবে ব্যথা কেন হচ্ছে। যদি ইনফেকশনের জন্য হয় তাহলে আন্টিবায়োটিক আছে। যদি টিউমারের জন্য হয় তাহলে সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। যদি এন্ডমেট্রিয়াসেসর জন্য ব্যথা হয় তাহলে সেখানে তার মেডিকেল ট্রিটমেন্ট আর সার্জারি দুই রয়েছে। কিন্তু সবই নির্ভর করছে রোগের কারণের ওপর। এন্ডোমেট্রিওসিস টিনএজার থেকে মেনোপজের কাছাকাছি যারা তাদের হতে পারে। এই রোগের প্রধান লক্ষণ বিভিন্ন ধরনের ব্যথা। সব থেকে বেশি হয় মাসিকের সময়। শুধু তলপেট নয়, অন্যান্য অংশেও ব্যথা হয়। এই রোগের আর এক উপসর্গ হেভি মেন্সট্রুয়াল ব্লিডিং।

এই ব্যথা আস্তে আস্তে এমন জায়গায় যায় যখন তখন ব্যথা হতে পারে। প্রস্রাব বা মলত্যাগের সময়ও ব্যথায় কাতর হতে হয়। স্বামী স্ত্রীর স্বাভাবিক মেলামেশার সময় প্রচন্ড ব্যথা ও যন্ত্রণা হয়। শারীরিকের পাশাপাশি মানসিক সমস্যা তৈরী করে। কাজের ইচ্ছে নষ্ট হয়। সঙ্গে সামাজিক পারিবারিক তো বটেই। যে কারণে স্ত্রীরোগ বিশেষজ্ঞরা এই রোগ নিয়ে বিশেষ চিন্তিত। যাদের এই রোগ আছে তাদের স্বাভাবিকভাবে গর্ভধারনে সমস্যা দেখা দেয়। তাই চিকিৎসার প্রয়োজন হয়। তবে অনিয়মিত মাসিক হয় না। গ্রেড ওয়ান থেকে ফোর অবধি হতে পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...