জ’লাইন কন্টোরিং(Jawline Contouring) কী? জ’লাইন কন্টোরিং করলে তার কি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া আছে? বিস্তারিত জানালেন ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডাঃ দেবশ্রী বণিক (Dr. Deboshri Banik, MDS Maxillo Facial Surgeon)
গালে বাড়তি মেদ, ডাবল চিনের কারণে অনেক সময় মুখের আসল গঠন ঢাকা পড়ে যায়। মুখশ্রী সুন্দর করে তুলতে ডাঃ দেবশ্রী বণিক জানিয়েছেন, জ’লাইন কন্টোরিং আমাদের সবারই কমবেশি দরকার। এখন মানুষ বিশেষ করে এখনকার প্রজন্ম সারক্ষণ নিচের দিকে তাকিয়ে, মুখ নামিয়ে মোবাইলে ব্যস্ত থাকে। যার কারণেডাবল চেইন বা জ’লাইনের সমস্যা এসে যায়। যদি খুব এই সমস্যা খুব কম থাকে এবং বয়স ২৫-৩০ বছরের মধ্যে থাকে তাহলে তাঁদের ‘হাউফু’ নামে একটি ট্রেটমেন্ট করা হয়। এটা কোনও সার্জিক্যাল ট্রিটমেন্ট নয়। ‘হাউফু’র মাধ্যমে জ’লাইন কন্টোর হয়ে যায়।
যখন এজিং, স্যাগিং, ডাবল চেইনের সমস্যা আসে তখন বেশ কয়েকটা ধাপে ট্রিটমেন্ট করা হয়। প্রথমেই থ্রেড লিফট করা হয়। তার ফলে শিথিল ভাব কাটিয়ে ত্বক টানটান হয়ে যায়। তারপর জ’লাইন ফিলার্স। আছে লাইপো ইঞ্জেকশন যা ডাবল চেইনকে অনেকটা কমিয়ে দেয়। যার যেরকম সমস্যা সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা হয়।
ভাল ক্লিনিকে ট্রিটমেন্ট করালে তার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। জ’লাইন কন্টোরিং-এর গোটা প্রক্রিয়া করতে প্রায় ১ মাস সময় লাগে। যেদিন ট্রিটমেন্ট হয় সেদিন খানিক ব্যথা থাকে, কিন্তু তারপর নিয়ম মেনে চললে আর বিশেষ কোনও নিয়ম মানতে হয় না। তবে ডায়েট ও ওজন নিয়ন্ত্রণের ব্যাপারে সচেতন থাকতে হবে।