কেন হয় ব্রেন টিউমার?

প্রতি বছর ৮ জুন বিশ্ব ব্রেন টিউমার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

সাধারণ মানুষদের মধ্যে ব্রেন টিউমার সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এবং ব্রেন টিউমার রোগটি সম্পর্কে সঠিক তথ্য ছড়িয়ে দিতে জার্মান ব্রেন টিউমার অ্যাসোসিয়েশন ২০০০ সাল থেকে এই দিনটি পালন করা শুরু করে।

কেন হয় ব্রেন টিউমার? ব্রেন টিউমারের চিকিৎসায় অস্ত্রপ্রচারই কি একমাত্র সমাধান? ৮ জুন বিশ্ব ব্রেন টিউমার দিবসের প্রাক্কালে ‘হেলথ কথা’র বিশেষ পর্বে ব্রেন টিউমার ও তার চিকিৎসা নিয়ে বিস্তারিত জানালেন নিউরো ও স্পাইন সার্জেন ডাঃ প্রসন্ন এভি (Neuro & Spine Surgeon, Dr. Prasanna AV)

ডাঃ প্রসন্ন এভি জানিয়েছেন,  ব্রেন টিউমারের লক্ষণ তিনটি বিষয়ের ওপর নির্ভর করে। প্রথমত টিউমারের আকার, দ্বিতীয়ত টিউমারের অবস্থান এবং তৃতীয়ত, কত দ্রুত টিউমারটি বাড়ছে।

ক্যান্সারের টিউমার হলে তার বৃদ্ধি দ্রুত হবে। ব্রেনের অ্যাকটিভ এরিয়াতে যদি ছোট টিউমার দেখা দেয় তাহলে তা খুব তাড়াতাড়ি আকারে বেড়ে যায়। নন-অ্যাকটিভ এরিয়াতে কোনও লক্ষণ ছাড়াই টিউমারের আকার বড় হয়। তবে সবচেয়ে সাধারণ লক্ষণ মাথায় অস্বাভাবিক যন্ত্রণা। বমি, ডিমনেশিয়া, খিঁচুনি- এ সবই ব্রেন টিউমারের লক্ষণ।

হাত বা পা দুর্বল হয়ে পড়ে, তা র জেরে শারিরীক ভারসাম্যের অভাব, মাথাঘোরা-এ সবই ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণ।

অনেক ক্ষেত্রে ব্রেন টিউমার হলেও তার লক্ষণ বোঝা যায় না। সিটিস্ক্যান, এমআরআই করা হলে টিউমার বোঝা যায়। এগুলিকে ইন্সিডেন্টাল টিউমার বলা হয়। ষিশুদের মধ্যে ২ ধরনের টিউমার দেখা যায়। তার মধ্যে ম্যালিগন্যান্ট, ডেভেলপমেন্টাল, কিছু কনজানাইটান। একেবারে শৈশবেই শিশু ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছে এমন ঘটনাও আছে। তবে শিশু এবং পূর্ণ বয়স্কের মধ্যে টিউমারের সেরকম কিছু পার্থক্য থাকে না। শুধুমাত্র টিউমার ব্রেনের কোন অংশে হয়েছে এবং কী তার লক্ষণ এই দেখেই চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করা হয়।

ব্রেন টিউমার আগে থেকে প্রতিরোধ করা সম্ভব নয়। এই রোগ যে কোনও বয়সে যে কারও হতে পারে। কিছু ক্ষেত্রে জেনেটিক সিন্ড্রোম ভূমিকা নিতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই টিউমারের নির্দিষ্ট কোনও কারণ থাকে না। একেবারে শুরুতেই ধরা পড়লে চিকিৎসা সহজ হয়।

বেশিরভাগ ব্রেন টিউমার বিনাইন টিউমার। অস্ত্রপ্রচারের টিউমারের পুরো অংশটি বাদ দেওয়া হয়। তাই ব্রেন টিউমার মানেই আতঙ্ক- এমন ভাবার কারণ নেই। ম্যালিগনেন্ট টিউমারেও যতটা সম্ভব বাদ দেওয়া হয়। ব্রেন টিউমারে খুব কম ক্ষেত্রেই ভয়ের কারণ লুকিয়ে থাকে।  

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...