সামনেই বিয়ে? হবু কনেরা কী ভাবে নেবেন ত্বকের যত্ন? কেমন হবে ঘরোয়া অনুষ্ঠানে নতুন বৌয়ের সাজ? বিয়ের পর কর্মস্থলে সদ্যবিবাহিতার সাজ কেমন হবে? নববধূর মেকআপ নিয়ে সহজ টিপস দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট রিয়া ঘোষ ( Riya Ghosh, Professional Make-up artist )
হাইলাইটসঃ
১। হবু কনেরা কী ভাবে নেবেন ত্বকের যত্ন?
২। বিয়ের মরশুমে ঘরোয়া মেকআপ করবেন কীভাবে?
৩। বিয়ের পর কর্মস্থলে সদ্যবিবাহিতার সাজ কেমন হবে?
বিয়ের মরশুমে ত্বকের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ। শীতকালে আমাদের ত্বকে মশ্চারাইজারের অভাব থাকে। তাই মেকআপ হোক বা ত্বকের যত্ন, সবক্ষেত্রেই সঠিক পরিমাণ অনু্যায়ী মশ্চারাইজার ব্যবহার করতে হবে।
বিয়ের মরশুমে ঘরোয়া মেকআপ করবেন কীভাবে?
কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় অনেকেই মেকআপ আর্টিস্টের সাহায্য নিয়ে মেকআপ করেন। কিন্তু সবসময় প্রেজেন্টেবল থাকার জন্য মিনিমাল মেকআপ করতে অনেকেই পছন্দ করেন। সেই মিনিমাল মেকআপ কিন্তু ঘরোয়া পদ্ধতিতে খুব চটজলদি করে ফেলা সম্ভব।
এই মেকআপ করার ক্ষেত্রে আমাদের ঘরে মজুত খুব অল্প সংখ্যক মেকআপ প্রডাক্ট জরুরি। প্রথমে মশ্চরাইজার ও প্রাইমার দিয়ে মুখ হাইড্রেট করে নিতে হবে। এরপর ফাইন্ডেশন, লুস পাউডার দিয়ে মেকআপ সেট করে নিতে হবে। আর অবশেষে নিজের পছন্দ অনুযায়ী লিপস্টিক পরে নিলেই হালকা সাজ সম্পূর্ণ হয়ে যাবে।
বিয়ের পর কর্মস্থলে সদ্যবিবাহিতার সাজ কেমন হবে?
বিয়ের পরে অনেকেই কর্মস্থলে শাঁখা বা সিঁদুর পরে যেতে পছন্দ করেননা। সেক্ষেত্রে সরু শাঁখা পরা যেতে পারে অথবা একটা ঘড়িই যথেষ্ট।
প্রতিদিনের মেকআপে কোন কোন প্রডাক্ট ব্যবহার করা যেতে পারে?
প্রত্যেক মানুষের ত্বকের ধরন আলাদা। সেক্ষেত্রে নিজের ত্বক অনু্যায়ী মেকআপ প্রডাক্ট ব্যবহার করতে হবে। তৈলাক্ত ত্বকের জন্য জেল বেস ক্রিম ও ম্যাড ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। অন্যদিকে শুষ্ক ত্বকের ক্ষেত্রে ক্রিমি বেস মশ্চারাইজার খুব জরুরি।
হবু কনেরা কী ভাবে নেবেন ত্বকের যত্ন?
১। প্রচুর পরিমাণে জল খেতে হবে
২। সময়মত ঘুমাতে হবে
৩। রোজ স্কিনকেয়ার করতে হবে
৪। রাতে ঘুমানোর আগে মশ্চারাইজার ব্যবহার করতে হবে